কাশিমপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর গভীর নলকূপ খুলে নিয়ে যাওয়ার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার কাশিমপুরে একজন ব্যবসায়ীর কাছে দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে তার গভীর নলকূপ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুর রশিদ নামে ওই ব্যবসায়ী ১৭ জনকে আসামি করে গত ১১ আগস্ট আদালতে মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পিবিআইকে।
আসামিরা হলেন-কাশিমপুরের ইসহাক তরফদার, আতিয়ার রহমান, আমিন মোল্যা, ফসিয়ার রহমান, রাসেল হোসেন, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ সেলিম, শিমুল হোসেন, পান্নু হোসেন, নান্নু হোসেন, নাজিম হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ বাবু, মোহাম্মদ খোকন, মোহাম্মদ শিমুল, রবি ও লোকমান। মামলায় আব্দুর রশিদ উল্লেখ করেছেন, কাশিমপুর মৌজায় তার জমিতে ২০১৫ সালে গভীর নলকূপ স্থাপন করেন এবং এলাকার মানুষের ক্ষেতে সেচের পানি সরবরাহ করে আসছেন। এতে আসামিদের হিংসা হয়। এক পর্যায়ে আসামিরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের ভাষ্য, পানি সেচের ব্যবসা করতে হলে তাদের চাঁদা দিতে হবে। কিন্তু তিনি টাকা না দেওয়ায় আসামিরা ক্ষিপ্ত হয়ে উঠেন এবং তাকে নানা ধরণের হুমকি ধামকি দিতে থাকেন। এরপর গত ২৯ জুলাই সকালে উল্লিখিত আসামিরাসহ তাদের সহযোগী অজ্ঞাত আরও ১৫/১৬ জন লোহার রড, শাবল, গাছি দাসহ নলকূপ খোলার যন্ত্রাংশ নিয়ে আব্দুর রশিদের জমিতে যান, যেখানে গভীর নলকূপ বসানো হয়েছে। তারা এ সময় সেখান থেকে গভীর নলকূপ খুলে নেন। এমনকী জমিতে থাকা সাড়ে ৩ হাজার ইট লুট করে নিয়ে যান আসামিরা। ফলে কোনো উপায় না পেয়ে ঘটনার প্রতিকার পেতে আব্দুর রশিদ আদালতে মামলা করেছেন।