কালীগঞ্জে প্রশাসনের তৎপরতা কমে আসায় মানা হচ্ছে না ‘নো মাস্ক নো সার্ভিস’ বিধি

0

শিপলু জামান, কালীগঞ্জ ( ঝিনাইদহ) ॥ সারাদেশের মত কালীগঞ্জেও ‘নো মাস্ক নো সার্ভিস’ প্রচারণা থাকলেও জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। রাস্তা ঘাট, হাট বাজার ও গণপরিবহনে মাস্ক ছাড়াই অবাধে চলাচল করছে মানুষ। স্বাস্থ্য সচেতনদের দাবি প্রশাসনের তৎপরতা কমে আসায় মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের অনীহা দেখা দিয়েছে। মাস্ক ছাড়া যে কোনো সেবা প্রদান করা থেকে বিরত থাকার কথা থাকলেও গণপরিবহনে এর কোন বালাই নেই, যাত্রীরা মাস্ক ছাড়াই উঠছেন বিভিন্ যানবাহনে। শুক্রবার সকালে কালীগঞ্জ শহরে দেখা গেছে, নিমতলাবাজার,হাসপাতালসড়ক, মধুগঞ্জবাজার, নতুনবাজার , নীমতলাবাজার, আড়পাড়া বাজারে মানুষ স্বাস্থ্যবিধি না মেনে অবাধে চলাচল করছেন । এছাড়া অধিকাংশ গাড়ি চালকদের মুখেও নেই মাস্ক। দাঁড়িয়ে যাত্রী নেওয়া নিষেধ থাকলেও তা মানছেন না চালকরা। বাসে উঠার আগে যাত্রীদের জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করার শর্তও মানছেন না তারা । যশোর- ঝিনাইদহ রুটে রাসেল নামের এক যাত্রী বলেন , বাড়ি থেকে মাস্ক আনতে ভুলে গেছি আর এখন তো করোনায় মানুষ মরে না অযথা কেন মুখ আটকিয়ে রাখবো । যারা বেশি সচেতন তাদের এ রোগে আক্রান্ত হয় বলেও তিনি মন্তব্য করেন । যাত্রীবাহী বাস গড়াই পরিবহনের চালক লতিফ বলেন , অধিকাংশ যাত্রীর মুখে মাস্ক নেই। যাত্রীদের মাস্ক ব্যবহারের কথা বললে মারধর করতে আসেন । এ ব্যাপারে কালীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিরিন সুলতানা লুবনা বলেন, স্বাস্থ্যবিধি না মানলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাবে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা বলেন , আমরা প্রতিনিয়ত মাস্ক ব্যবহারের জন্য মানুষকে সচেতন করছি এবং মাঝে মধ্যে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত অভিযান করছেন।