কপিলমুনিতে পাট জাগ দেওয়া নিয়ে বিড়ম্বনা

0

কপিলমুনি (খুলনা ) সংবাদদাতা॥ কপিলমুনিতে পাটের চাষ ভাল হলেও পাট জাগ দেওয়া নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে কৃষকের । ডোবা ও জলাশয়গুলি ভরাট হয়ে যাওয়ায় পাট জাগ দেওয়ার মত জায়গা পাওয়া যাচ্ছে না। একই স্থানে একাধিকবার পাট জাগ দিতে হয়। এতে সময়মত পাট জাগ দিতে না পারায় পাটের রং ভাল পাওয়া যাবে না। ফলে আর্থিকভাবে ক্ষতি স্বীকার হতে হবে কৃষকদের ্এমন আশঙ্কা।
উপজেলা কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গত বছরের চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। চলতি মৌসুমে ৪১০ হেক্টর জমিতে আবাদ হয়েছে, গত বছর হয়েছিল ৩৮৫ হেক্টরে। লবণাক্ত পাইকগাছার ১০টি ইউনিয়নের মধ্যে গদাইপুর, হরিঢালী, কপিলমুনি, রাড়ুলীতে পাটের আবাদ হয়েছে। উপজেলার নগর শ্রীরামপুর, হরিঢালী গ্রামের বাসিন্দা কৃষক আব্দুস সাত্তার, শেখ মমিন উদ্দীন, শাহাবাজ আলী জানান, কষ্টটা বেড়ে যায় সেই সময় যখন জায়গার অভাবে আমাদের পাট জাগ দিতে বিলম্ব হয় । এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম জানান, পাট বীজ বপনের সময় জমিতে জো না থাকায় কৃষকদেরা পাট চাষ করতে কিছুটা দেরি হয়েছে। পরবর্তীতে বৃষ্টি হওয়ায় পাটের আবাদ ভাল হয়েছে। পাট চাষিদের কৃষি অফিস থেকে তদারকি ও পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিভিন্ন স্থা ডোবা ও নালাগুলি ভরাট হয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে চাষিদের।