সাতক্ষীরায় জুলাই পর্র্যন্ত করোনায় মৃত্যু ৮৫, উপসর্গে ৫৪৫

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
এ জেলায় জুলাই মাস করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৫৪৫ জন। আর করেনায় মারা গেছেন আরও ৮৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৯৭ জনের নমুনা পরীক্ষা শেষে ৮২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২৭ দশমিক ৬১ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৫২ জন।
এদিকে, চলমান কঠোর লকডাউনের দশম দিনে সাতক্ষীরার প্রতিটি সড়কে বেড়েছে জনসমাগম। আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে নানা অজুহাতে মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন। হাট বাজারগুলোতেও মানুষের ভিড় লক্ষ্যণীয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, বিধিনিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ৮টি ভ্রাম্যমান আদালত পরিচালনায় ৩০টি মামলায় ৪২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি জনগণকে সরকারের দেয়া বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।