২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ১৪৩

0

লোকসমাজ ডেস্ক॥ গত ২৪ ঘণ্টায় আরো ১৪৩ জনের ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।স্বাস্থ্যসেবা অধিদফতরের জেনারেলের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত প্রায় ৫০৯ জন রোগী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানুয়ারি থেকে প্রায় এক হাজার ৯৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে এক হাজার ৪৩৩ জন সুস্থ হয়েছেন।
কারো জ্বর থাকলে করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন ডিজিএইচএসের মুখপাত্র ও লাইন পরিচালক প্রফেসর ড. নাজমুল ইসলাম।
এছাড়াও তিনি চিকিৎসার ক্ষেত্রে শুধুমাত্র নিবন্ধিত চিকিৎসকের পরামর্শে ওষুধ নিতে বলেছেন। প্রয়োজনে ডিজিএইচএসের হটলাইন নম্বরে যোগাযোগ করে কেউ চিকিৎসা নিতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।
সূত্র : ইউএনবি