ইংল্যান্ডে সাপ্তাহিক কোভিড শনাক্তের হার বেড়েছে ৭১ শতাংশ

0

লোকসমাজ ডেস্ক॥ এক সপ্তাহে ইংল্যান্ডে কোভিড শনাক্ত হার বেড়েছে ৭১ শতাংশ। পজিটিভ শনাক্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬৮৫ জন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর এটিই সর্বোচ্চ শনাক্তের ঘটনা। এ খবর দিয়েছে স্কাই নিউজ।
আগামি ১৯ জুলাই থেকে দেশটির সরকার সকল কোভিড কড়াকড়ি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। এর আগেই এই উচ্চ সংক্রমণের খবর পাওয়া গেলো। দেশটিতে যত মানুষ কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে তার ৭৬.৯ শতাংশই পরীক্ষার ২৪ ঘন্টার মধ্যে ফলাফল পেয়েছেন। গত সপ্তাহে এই হার ছিল ৮৩.৮ শতাংশ।
গত ২০ জানুয়ারির পর এ সপ্তাহেই এতো কম ফলাফল পাওয়ার ঘটনা ঘটেছে। যদিও প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছিলেন, ২০২০ সালের জুন মাসের পর থেকে সকল পরীক্ষার ফলাফল ২৪ ঘন্টার মধ্যেই চলে আসবে।
দেশটিতে যে ‘টেস্ট এন্ড ট্রেস’ পদ্ধতি রয়েছে তার অনুপাত গত সপ্তাহের তুলনায় কম দেখা গেছে। ১ লাখ ১২ হাজার ৫৮৫ জনের মধ্যে ৮৭.৯ শতাংশের কাছে তারা সর্বশেষ কাদের সঙ্গে দেখা করেছিলেন তার বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। এর আগের সপ্তাহে এই হার ছিল ৯০.৭ শতাংশ। প্রায় ১২ শতাংশ মানুষের কাছে যাওয়া হয়নি এবং ০.১ শতাংশ মানুষ কোনো ধরণের তথ্য দেয়নি।