নতুন করে আলোচনায়

0

লোকসমাজ ডেস্ক॥বলিউড অভিনেত্রী বিদ্যা বালান নিজের ক্যারিয়ারে বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করেছেন। কখনো ‘ডার্টি পিকচার’-এর মতো ছবিতে যৌন আবেদন ছড়িয়েছেন, আবার কখনো ‘কাহানী’র মতো ছবিতে হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে বের করতে গিয়ে দিশাহারা এক মায়ের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন। এবার তিনি আবার আলো ছড়ালেন নতুন চরিত্রের মাধ্যমে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফরম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘শেরনি’। বিদ্যা এখানে তার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ করেছেন দর্শকদের। সবমিলিয়ে নতুন করে আলোচনায় তিনি। ভিনসেন্টের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সঠিক কায়দায় ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। বন দপ্তরের কর্মকর্তার জেদ, মনোবল, সাহস, একনিষ্ঠতা সবটাই ফুটিয়ে তুলেছেন অসামান্য দক্ষতায়।
পুরুষতন্ত্রের সঙ্গে লড়াইয়ে শুধু কর্মক্ষেত্রে জিতেছেন তা নয়, বরং বাড়িতেও জয় পেয়েছেন ভিনসেন্ট। সমতা আনার লড়াইয়ে বিদ্যার জয় দেখে ভালো লাগবে অনেকেরই। প্রকৃতির ভারসাম্য বজায় রাখা কতটা জরুরি, তা সহজেই ছবিতে বুঝিয়ে দিয়েছেন পরিচালক। পাশাপাশি স্যাটায়ারও ব্যবহার করেছেন প্রয়োজন মাফিক। পাশাপাশি নিসর্গের চিত্রও দেখিয়েছেন। লকডাউনের বন্দিদশায়
‘শেরনি’ ছবি দেখাটাকেই ‘পয়সা উসুল’ মনে করছেন দর্শকও। বিদ্যা বালান বলেন, এই ছবির সারল্যেই লুকিয়ে রয়েছে এর আসল মজা, আসল সৌন্দর্য। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে এখানে কাজ করতে গিয়ে। অনেক ধরনের চরিত্রে আমি কাজ করেছি। কিন্তু ‘শেরনি’ একদমই আলাদা। এখানে কাজের জন্য বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে। জঙ্গলে কাজ করতে গিয়ে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতাও হয়েছে। তবে অবশেষে ছবির সাড়ায় আমি মুগ্ধ।