চৌগাছা পৌরসভা : পাঁচ দিন পর নির্বাচন, প্রচারে দ্রুতলয় প্রার্থীদের

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা পৌরসভা নির্বাচনের আর মাত্র ছয় দিন বাকি আছে। ভোটের দিন যত এগিয়ে আসছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। আগামী ১৪ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে চৌগাছা পৌরসভার পঞ্চম নির্বাচন। আগামী ১২ ফেব্র“য়ারি প্রতিটি কেন্দ্রে মক ভোটিং (অনুশীলন ভোটের আয়োজন) করা হবে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চৌগাছা পৌরসভার এবারের নির্বাচনে ৪ জন মেয়র, ৩৫ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও ১১ জন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী লড়াইয়ে মাঠে আছেন। মেয়র পদে যারা নির্বাচন করছেন তারা হলেন বর্তমান মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল নৌকা প্রতীক, হাজী আব্দুল হালিম চঞ্চল ধানের শীষ প্রতীক, মাস্টার কামাল আহমেদ স্বতন্ত্র জগ প্রতীক ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতি শিহাব উদ্দিন শিহাব হাত পাখা প্রতীক। চৌগাছা পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ১৭ হাজার ১৫৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৪৯৪ আর মহিলা ভোটার হচ্ছেন ৮ হাজার ৬৯৫ জন। ৯টি ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র হচ্ছে ১০টি আর ভোট কক্ষের সংখ্যা হচ্ছে ৫১টি। পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ভোটাররা একটি সুষ্ঠু পরিবেশে ভয়-ভীতির উর্ধ্বে থেকে ভোট দিতে ১৪ ফেব্র“য়ারি তারিখের দিকে চেয়ে আছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা জানান, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যেহেতু ইভিএম-এ ভোট গ্রহণ করা হবে, তাই আগামী ১২ ফেব্র“য়ারি পৌরসভার প্রতিটি কেন্দ্রে ভোটারদের জন্য মক ভোটিং করা হবে। এছাড়া নির্বাচন সংশ্লিষ্ঠ সকলকে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে প্রশিক্ষণ দেয়া হবে বলে তিনি জানান।