জাসদ নেতা মোশাররফ হোসেনের ৪৭তম শাহাদত বার্ষিকী আজ

0

স্টাফ রিপোর্টার ॥ আজ ৩ ফেব্রুয়ারি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিষ্ঠাকালিন কেন্দ্রীয় সহ-সভাপতি ও যশোর জেলা জাসদের সভাপতি মোশাররফ হোসেনের ৪৭তম শাহাদতবার্ষিকী এবং জাসদ যশোর জেলা কমিটির সদস্য নুরুজ্জামান পপলু ও তার কন্যা মাইশার ৭ম মৃত্যুবার্ষিকী। মোশাররফ হোসেন ১৯৭৪ সালে নিজ বাসভবনে চেম্বারে দলের সদস্যদের সাথে বসা অবস্থায় ঘাতক বাহিনীর ব্রাশফায়ারে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হন তৎকালীন জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল কাদের।
শহীদ মোশাররফ হোসেন বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনে যশোরে মোশাররফ হোসেন ও সভাপতি হাজী নূর বক্স নেতৃত্ব দান করেন। মোশাররফ হোসেন ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের যশোর সদর আসনে এমপিএ নির্বাচিত হন। স্বাধীনতার পর আওযামী দুঃশাসনের প্রতিবাদে দল ও গণপরিষদ সদস্য পদ থেকে পদত্যাগ করে জাসদ গঠনে ভূমিকা রাখেন। ২০১৪ সালে ৩ ফেব্রুয়রি কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের আগুনে পুড়ে মৃত্যুবরণ করেন জেলা কমিটির সদস্য নুরুজ্জামান পপলু ও তার কন্যা মাইশা। আগামীকাল সকাল ৯টায় জাসদ জেলা কমিটি শহীদদের দকবরে পুষ্পস্তবক অর্পণ করবে।