মনিরামপুরের পাঁচটি ইউনিয়নে সরিষার বাম্পার ফলনের আশা

0

ওসমান গণি, রাজগঞ্জ (যশোর) ॥ যশোরের মনিরামপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। বর্তমানে এ অঞ্চলে গ্রামের কৃষকরা অতি আগ্রহে দেশীয় সরিষার চাষ করেছেন। সরিষা ফুলের অপরূপ সৌন্দর্যে মাঠের দৃশ্য পাল্টে গেছে। ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের চাষি টগর জানান, তিনি ১০ কাঠা জমিতে সরিষা চাষ করেছেন। গাছে গাছে ব্যাপক ফুল ও ফল এসেছে। যদি প্রাকৃতিক দুর্যোগ না দেখা দেয় তাহলে অধিক ফলনের আশা করছেন তিনি। একই গ্রামের কৃষক বজলুর রহমান এক বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। তিনি জানান, কম খরচে সরিষা চাষ করে যদি বাড়িতে আনতে পারি তাহলে অধিক লাভবান হবো। কারণ সরিষার কোন কিছুই বাদ যায় না। গাছগুলো জ¦ালানি কাজে ব্যবহার হয়। ফুলের খোসা ও খৈল ব্যবহৃত হয় গরুর খাদ্য হিসেবে। তাছাড়া তেল খাদ্য এবং নিজেদের কাজেও ব্যবহৃত হয়। চালুয়াহাটি ইউনিয়নের সরিষা চাষি আবুল হোসেন, শাহিনুর রহমান, মশি^মনগরে হাবিবুর রহমান, রকিব উদ্দীন, হরিহরনগরের নছিম উদ্দীন, বিল্লাল হোসেন, খেদাপাড়ার ফাত্তাহসহ অনেক কৃষক এ মৌসুমে সরিষা চাষ করেছেন এবং ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন। মনিরামপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, মনিরামপুর উপজেলায় মোট সরিষার চাষ হয়েছে ১৪৮৫ হেক্টর জমিতে। তার মধ্যে পাঁচটি ইউনিয়নে ৩’শ ১০ হেক্টর জমিতে চাষ হয়েছে সরিষার। ইউনিয়নগুলো হচ্ছে-ঝাঁপা, মশি^মনগর, চালুয়াহাটি, খেদাপাড়া ও হরিহরনগর। মনিরামপুর উপজেলার কৃষি কর্মকর্তা হিরক কুমার সরকার জানান, চলতি সরিষা মৌসুমে কৃষকরা বারী ১৪ ও ১৫ জাতের সরিষার চাষ করেছেন। এ জাতের সরিষার ফল অধিক ও তেল বেশি হয়। এছাড়া এই সরিষা উঠিয়ে ইরি ধানের চাষ করা যায়।