ট্রাম্পের যে কোন সময়ের চেয়ে বাইডেন ইতিমধ্যেই বেশি জনপ্রিয়

0

লোকসমাজ ডেস্ক॥ একটি নতুন গ্যালাপ জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের অনুকূলে ৫৫% রেটিং এবং প্রতিকূলে ৪১% রেটিং। একই জরিপে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনুকূলে ৪২% রেটিং এবং প্রতিকূলে ৫৭% রেটিং। সিএনএন এর একটি বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য জানানো হয়৷ এবারের নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ জানানো লোকটি যে বেশ জনপ্রিয়, সে বিষয়ে যথেষ্ট মনোযোগ দেওয়া হয়নি। তিনি ট্রাম্পকে এই নির্বাচন ‘দুই খারাপের মধ্যে অপেক্ষাকৃত কম’ বেছে নেবার নির্বাচন বানাতে দেন নি।
প্রকৃতপক্ষে, ২০১৫ সালের জুন মাস থেকে (যখন ট্রাম্প প্রেসিডেন্ট হতে লড়া শুরু করেন) এ পর্যন্ত যে কোন সময়ে ট্রাম্পের চেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তি বাইডেন। সব জরিপে নজর বুলালে দেখা যায় যে ট্রাম্পের অনুকূলে রেটিং এই গ্যালাপ জরিপের মতোই ৩০%-৪০% বা ৪০%-৫০% এর মধ্যেই ছিল। ট্রাম্পের জন্য যে কোন সরাসরি সাক্ষাৎকারে করা জরিপে সর্বাধিক অনুকূলে রেটিং ছিল ২০১৬ সালে তিনি নির্বাচনে জয়লাভ করার পর। ব্লুমবার্গ নিউজ জরিপে তার অনুকূলে রেটিং ছিল ৫০%। কিন্তু তা ৫০% এর উপরে কখনোই উঠেনি। কিন্তু বাইডেন এটা ইতিমধ্যেই একাধিকবার অতিক্রম করেছেন। অক্টোবরে সিএনএন/এসএসআরএস, ফক্স নিউজ এবং নিউইয়র্ক টাইমস/সিয়ানা কলেজ জরিপ এর স্বল্প সংখ্যক উদাহরণ মাত্র। বাইডেন যে এতো জনপ্রিয় তা কোন অস্বাভাবিক বিষয় নয়। অস্বাভাবিকতা হলো, ট্রাম্প যে এতো অজনপ্রিয় হয়েও প্রেসিডেন্ট হয়েছিলেন। প্রেসিডেন্ট থাকাকালীন সময়েও তিনি কখনো তার অনুকূলে ৫০% এর বেশি রেটিং পান নি, আধুনিক যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যা আগে শোনা যায় নি।