খেলার খবর

0

মাশরাফীকে চাইছে রাজশাহীও
স্পোর্টস ডেস্ক॥ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে পাওয়ার লড়াইয়ে জেমকন খুলনা ও ফরচুন বরিশালের সঙ্গে যোগ হলো মিনিস্টার গ্রুপ রাজশাহী। নড়াইল এক্সপ্রেসকে পেলে যারা নেতৃত্বের ভারও দিতে চায়। মাশরাফীকে পেতে বিসিবি বরাবর আবেদনের কথা জানিয়ে রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার বলেন, ‘এখনো বোর্ড থেকে নির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি মাশরাফীকে পাওয়ার ব্যাপারে। আমরা যেটা করেছি, তাকে দলে পেতে প্রক্রিয়া শুরু করেছি, বোর্ডে আবেদন করেছি। বাকিটা সময়ের সাথে সাথে বোর্ডের মাধ্যমে জানতে পারব।’ হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আসরের ড্রাফটে ছিলেন না মাশরাফী। চোট কাটিয়ে মঙ্গলবার মিরপুরে প্রথম অনুশীলন করেন দেশের সাবেক এই অধিনায়ক। এরপরই তাকে পেতে উন্মুখ হয়ে উঠে দলগুলো। বিসিবি থেকে আগেই বলা হয়েছিল, মাশরাফী ফিট হয়ে উঠলে যে কোনো দল চাইলে তাকে নিতে পারবে। আর একাধিক নিতে চাইলে সে েেত্র লটারি হবে। ফরচুন বরিশাল এক ভিডিও বার্তায় জানিয়েছিল, তারা প্রথম দল হিসেবে মাশরাফীকে পেতে বিসিবির কাছে আবেদন করেছে। এদিকে জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল, যিনি মাশরাফীর ঘনিষ্ঠ বন্ধু, তিনিও ব্যক্তিগতভাবে মাশরাফীর সঙ্গে কথা বলেন। সংবাদ মাধ্যমকেও তা জানিয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস। এখন বরিশাল ও খুলনার সঙ্গে যোগ হলো রাজশাহী নাম। মাশরাফীকে পেলে যারা নেতৃত্বও দিতে চায়। মাশরাফীর এক সময়ে সতীর্থ হান্নান বলছিলেন, ‘ও আমাদের দলে আসলে প্রথম আলোচনাটাই অধিনায়কত্ব নিয়েৃ।’

ম্যারাডোনার নামে নাপোলি স্টেডিয়াম
স্পোর্টস ডেস্ক॥ ইতালিয়ান কাব নাপোলির হোম ভেন্যু সান পাউলো স্টেডিয়ামের নাম করণ করা হলো ডিয়েগো ম্যারাডোনার নামে। আর্জেন্টাইন কিংবদন্তির জাদুতেই দুইবার সিরি ‘আ’ জিতেছিল নাপোলি। ম্যারাডোনার মৃত্যুর পরই তার সম্মানে ঘোষণা দেওয়া হয়েছিল কাবের সান পাউলো স্টেডিয়ামের নাম বদলে ম্যারাডোনার নামে রাখার। সেটারই আনুষ্ঠানিক ঘোষণা এসেছে শুক্রবার। গত ২৫ নভেম্বর না ফেরার দেশে পাড়ি দেন ম্যারাডোনা। ১৯৮৪-১৯৯১ সাল পর্যন্ত নাপোলিতে খেলেছেন ম্যারাডোনা। ইতোমধ্যেই দুটি হোম ম্যাচে নাপোলি ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। ম্যারডোনার মৃত্যুর পর ইউরোপা লিগের ম্যাচে নাপোলির খেলোয়াড়রা ১০ নম্বর জার্সি পড়ে এক মিনিট নীরবতা পালন করে। সিরি আর ম্যাচে রবিবার রোমার বিপে আর্জেন্টাইন রঙের জার্সি পড়ে মাঠে নেমেছিল নাপোলি। আগামী বৃহস্পতিবার পরবর্তী হোম ম্যাচে ইউরোপা লিগে রিয়াল সোসিয়েদাদের বিপে মাঠে নামবে নাপোলি।

সানিয়াকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি শোয়েবের
স্পোর্টস ডেস্ক॥ পাকিস্তান দলের নিউজিল্যান্ড সফরে সুযোগ হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের। জাতীয় দল নিউজিল্যান্ডে থাকলেও মালিক তাই লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন। স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও দুই বছরের ছেলে ইজহানকে অবশ্য নিয়ে যাননি সেখানে। তবে লঙ্কান ভক্তদের পরের আসরে স্ত্রী-সন্তানকে দ্বীপদেশটিতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন শোয়েব। করোনার কারণে বেশ বিপত্তিতে পড়তে হয়েছিল মালিক-সানিয়া জুটিকে। আন্তর্জাতিক ফাইট বন্ধ হয়ে গিয়েছিল। এদিকে শোয়েব পাকিস্তানে আর ছেলেকে নিয়ে ভারতে অবস্থান করছিলেন সানিয়া। দুজনের সেই দূরত্ব অবশ্য পরে ঘুচে যায়। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সময় সানিয়া ও ছেলে ইজহান মির্জাকে পাশে পেয়েছিলেন মালিক। এ সময় ছেলেকে নিয়ে সানিয়া পাকিস্তানেই ছিলেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্র্ডের (এসএলসি) আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মালিক বলেন, ‘হ্যাঁ, ওরা পাকিস্তানে এসেছিল। কারণ আমি সাত মাস ছেলের সঙ্গে দেখা করতে পারিনি। সানিয়া তাই পাকিস্তানে এসেছিল এবং আমার মা ও পরিবারের সঙ্গে সময় কাটিয়েছে।’ শোয়েব-সানিয়া জুটির সঙ্গে দুবাইয়ে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তার স্ত্রী সাী ধোনিও কিছু সময় কাটিয়েছেন। পরিবারকে শ্রীলঙ্কায় না নেওয়ার কারণ জানিয়ে মালিক বলেন, ‘আমার দুই বছরের ছেলের জন্য এতো ফাইট সমস্যা হতে পারে। কিন্তু হ্যাঁ, তারা পরেরবার আসবে। শ্রীলঙ্কা আমার হৃদয়ে। এই দেশের আতিথেয়তা আমি খুব উপভোগ করি। আমার অনেক ক্রিকেটার বন্ধু এখানে আছে। এখানকার মানুষকে আমি ভালোবাসি, খাবার খুব উপভোগ করি।’ লঙ্কা প্রিমিয়ার লিগে ৩৮ বছর বয়সী মালিক খেলছেন জাফনা স্ট্যালিয়নসের হয়ে।

ইনিংস হারের মুখে উইন্ডিজ
স্পোর্টস ডেস্ক॥ ৮৯ রানে ষষ্ঠ উইকেট পতনের পর শেষ বিকেলে প্রতিরোধ গড়েছেন জার্মেইন ব্ল্যাকউড ও আলজারি জোসেফ। হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপে সিরিজের প্রথম টেস্টে ইনিংস হারের মুখে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৫১৯ রানের জবাবে ক্যারিবীয়দের প্রথম ইনিংস ১৩৮ রানেই থামে। তাতে ফলোঅনে পড়তে হয় দলটিকে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে শনিবার তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১৯৬ রান তুলেছে উইন্ডিজ। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৮৫ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবীয়রা। ইনিংস হার এড়াতে বাকি ৪ উইকেটে ১৮৫ রান করতে হবে ক্যারিবীয়দের। আগের দিন রানের পাহাড় গড়ে নিজেদের ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। দিনের শেষ ভাগে ২৬ ওভার ব্যাট করার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। তাতে বিনা উইকেটে ৪৯ রান করেছিল। শনিবার নতুন দিনে কিউই বোলারদের তোপে এলোমেলো হয়ে গেছে সব। ক্রেইগ ব্র্যাথওয়েট ২০ ও জন ক্যাম্পবেল ২২ রানে দিন শুরু করেছিলেন। প্রথমজন আর ১, দ্বিতীয় জন ৪ রান যোগ করতে পারেন। ক্যাম্পবেলের ২৬ রানই ক্যারিবীয়দের প্রথম ইনিংসে সর্বোচ্চ। অধিনায়ক জেসন হোল্ডার ২৫ রানে অপরাজিত ছিলেন। জার্মেইন ব্ল্যাকউড করেন ২৩ রান। প্রথম ইনিংসে কিউইদের পে সর্বোচ্চ ৪ উইকেট নেন টিম সাউদি। কাইল জেমিসন ও নেইল ওয়াগনার ২টি করে এবং ট্রেন্ট বোল্ট নেন ১ উইকেট। দ্বিতীয় ইনিংসে কিউইদের সম্মিলিত বোলিংয়ের মুখে ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ৮৯ রানে ষষ্ঠ উইকেট পতনের পর অবশ্য শেষ বিকেলে প্রতিরোধ গড়েছেন জার্মেইন ব্ল্যাকউড ও আলজারি জোসেফ। সপ্তম উইকেটে এখন পর্যন্ত দুজন যোগ করেছেন ১০৭ রান। ব্ল্যাকউড ৮০ ও জোসেফ ৫৯ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের যে পাঁচ বোলার বল করেছেন সবাই উইকেট পেয়েছেন। সর্বাধিক ২ উইকেট নিয়েছেন ওয়াগনার।

সিরিজ শেষ জাদেজার
স্পোর্টস ডেস্ক॥ অস্ট্রেলিয়ার বিপে টি-টোয়েন্টি সিরিজে আর দেখা যাবে না রবীন্দ্র জাদেজাকে। তার বদলে স্কোয়াডে যুক্ত হয়েছেন পেসার শার্দুল ঠাকুর। ক্যানবেরায় শুক্রবার অস্ট্রেলিয়ার বিপে প্রথম ওয়ানডেতে মিচেল স্টার্কের একটি শর্ট বল জাদেজার ব্যাটের কানা ছুঁয়ে লাগে হেলমেটে। ওই আঘাতের পরও ব্যাটিং চালিয়ে যান জাদেজা। তার ২৩ বলে ৪৪ রানের ঝড় ইনিংস বিপর্যয় থেকে উদ্ধার করে দলকে। মাঠে তার কনকাশন পরীা করা হয়নি। খুব একটা অস্বস্তিতেও তাকে দেখা যায়নি। বরং তার হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে বলে মনে হচ্ছিল। কিন্তু হেলমেটে ওই আঘাতের কারণে বোলিংয়ের সময় জাদেজার ‘কনকাশন বদলি’ হিসেবে যুজবেন্দ্র চাহেলকে নামায় ভারত। জাদেজার কনকাশনের বিষয়ে দেয়া বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ইনিংস বিরতিতে নিবিড় পর্যবেণের পর তাকে মাঠে না নামানোর সিদ্ধান্ত হয়েছিল। শনিবার সকালে আরও কয়েক দফা পর্যবেণের পর প্রয়োজন পড়লে স্ক্যান করানো হবে। তার বদলে বাকি দুই ম্যাচের স্কোয়াডে থাকবেন শার্দুল ঠাকুর।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই কাতারের বিপে বড় হার বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক॥ এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকে রুখে দেওয়ার স্বপ্ন দেখালেও জামাল ভূঁইয়ারা মাঠে তা করতে পারলেন না। বরং ঘরের মাঠে বৃষ্টিস্নাতদিনে লড়াই করা গেলেও নিজেদের মাঠে ব্যবধানটা বোঝাল আসছে বিশ্বকাপের স্বাগতিকরা। শুক্রবার বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ফিরতি পর্বের ম্যাচে কাতারের বিপে ০-৫ গোলে হেরেছে বাংলাদেশ। গত বছর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচে জামালরা হেরেছিল ০-২ গোলে। দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধ শেষ হয় কাতারের ০-২ গোলের অগ্রগামিতায়। দ্বিতীয়ার্ধে আরো তিন গোল হজম করে বাংলাদেশ। ‘ই’ গ্রুপের প্রিলিমিনারি রাউন্ডে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে হার। এর আগে ওমানের মাঠে ১-৪ গোলে হারটি ছিল সবচেয়ে বড়। কাতারের পে এদিন জোড়া গোল করেছেন আল মোয়েজ আলি ও আকরাম আফিফ। অন্য গোলটি করেন আব্দেলাজিজ। পাঁচ ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট মাত্র ১। ভারতের বিপে ড্র থেকে আসে সেই পয়েন্ট। বাকি চার ম্যাচেই হারল জেমি ডের দল। এমনিতে যে শঙ্কা ছিল, হয়েছে সেটাই। ম্যাচজুড়ে একের পর এক কাতার ফুটবলারদের আক্রমণের ঢেউ আঁচড়ে পড়ল বাংলাদেশ রণে। জামাল ভূঁইয়া-তপু বর্মনরা ৯ মিনিটের বেশি নিজেদের পোস্ট অত রাখতে পারেনি। যদিও বাংলাদেশ গোল হজম করতে পারত আরো আগে। যদি না চতুর্থ মিনিটে আহমেদ আলায়েলদিনের হেড সাইড পোস্টে না লাগত। তবে স্বাগতিকদের খুব বেশি সময় অপো করতে হয়নি। এর ৫ মিনিট পরই দলকে এগিয়ে দেন আব্দেলাজিজ। বাঁ প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো বল তিনি পোস্টে মারে। যা বাংলাদেশের খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ায়। বাংলাদেশ কোচ জেমি ডে এদিন একাদশে বড়সড় চমক দেন। এক নম্বর গোলরক আশরাফুল ইসলাম রানাকে একাদশে না রেখে ক’দিন আগেই নেপালের বিপে সিরিজে প্রথম ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হওয়া আনিসুর রহমান জিকোর ওপর আস্থা রাখেন তিনি। বসুন্ধরা কিংসের এই গোলরক অবশ্য ম্যাচ জুড়ে ভালো কিছু সেভ করেছেন। কোচের আস্থার প্রতিদান তিনি দিয়েছেন ভালোভাবেই। এ ছাড়া নম্বর নাইন পজিশনের অভিজ্ঞ নাবিব নেওয়াজ জীবনের পরিবর্তে প্রথম একাদশে নামানো হয় মাহবুবুর রহমান সুফিলকে। যিনি নেপালের বিপে প্রথম ম্যাচে গোল করেন এবং সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তবে এদিন আসলে তেমন কিছুই করতে পারেননি। নেপাল আর কাতারের পার্থক্য বুঝেছেন তিনিও। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কাতার। এর দুই মিনিট আগে আকরাম আফিফেরর শট গোলরক জিকো রুখে দিলেও এ দফায় জাল খুঁজে নেন আফিফ। বক্সের বাইরে থেকে নেওয়া তার দূর পাল্লার শট শুধু চেয়ে চেয়ে দেখতে হয়েছে জিকোকে। করার ছিল না কিছুই। বিরতির পর ম্যাচের ৪৯ মিনিটে প্রতিপরে শট ফিস্ট করে প্রতিহত করেন জিকো। ৫৪ মিনিটে বাংলাদেশের রণের ভুল কাজে লাগাতে পারেননি আহমেদ আলায়েলদিন। বাংলাদেশের ডিফেন্ডাররা ভুল করে বসেন, পুরো ফাঁকা হয়ে যায় রণভাগ। তবে ফায়দা লুটতে পারেনি আলায়েলদিন। ৬৩ মিনিটে আল মোয়েজ আলির শট বাঁদিকে ঝাঁপিয়ে রুখেন বাংলাদেশ গোল রক জিকো। পরের মিনিটেই আল বায়াতির শট ফিস্ট করে রুখেন। ৬৫ মিনিটে সুফিলকে তুলে নিয়ে জীবনকে নামান বাংলাদেশ কোচ জেমি। তবে সেটা ম্যাচে কোনো প্রভাব ফেলেনি। বরং ৭১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ায় কাতার। স্পট কিক থেকে গোল করেন আল মোয়েজ। তাতে ব্যবধান হয় ৩-০। ৬ মিনিট পরই তিনি নিজের দ্বিতীয় গোল আদায় করেন (৪-০)। সেই গোলের পর জোড়া পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ জেমি ডে। তপু বর্মনকে তুলে নিয়ে নামানো হয় ইয়াসিন খানকে। ইব্রাহিমের পরিবর্তে নামানো হয় রাকিব হোসেনকে। শেষ দিকে বিপলুকে তুলে নিয়ে নামানো হয় সুমন রেজাকে। যোগ করা সময়ে আকরাম আফিফ বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন। তাতে বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে জেমি ডের দল। বাংলাদেশ-কাতারের মধ্যকার এই ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন স্পেন ও বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজ। যিনি কাতারের কাব আল সাদ এসসির প্রধান কোচ। তবে জাভির চোখে লেগে থাকার মতো কিছু করতে পারেনি জামাল ভূঁইয়ারা।

মহেশ^রপাশা ফ্রেন্ডস্ কাব চ্যাম্পিয়ন নাজমুল-সোহাগ স্মৃতি ফুটবলের বর্ণাঢ্য সমাপনী
ফুলবাড়ীগেট(খুলনা)সংবাদদাতা ॥ খানাবাড়ী যুব সংঘ কাব ও লাইব্রেরি আয়োজিত প্রয়াত নাজমুল-সোহাগ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য সমাপনী গতকাল শনিবার বিকেলে স্থানীয় বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় মহেশ^রপাশা ফ্রেন্ডস কাব ৩-২ গোলে হল কর্মচারী কাব কুয়েটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগের যুগ্মআহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কাব সভাপতি আবু হেনা বাবলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুয়েটের সহকারী রেজিস্ট্রার দেবাশীষ মন্ডল উজ্জলসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মাস্টার রবিউল ইসলাম ও সদস্য সচিব এনামুল কবিরসহ বক্তব্য দেন ছাত্রলীগ নেতা মঞ্জুর আলম মেজবা, মো. আশিক প্রমুখ।