প্রবাসীদের এনআইডি সেবায় ফি-র সিদ্ধান্ত থেকে সরে এলো ইসি

0

লোকসমাজ ডেস্ক॥ প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার নিবন্ধন দিয়ে তাদের কাছ থেকে টাকা নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) ৭৩তম কমিশন সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। ইসি সচিব বলেন, ‘সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, প্রবাসী ভোটারদের কাছ থেকে ফি নেয়া হবে না। কারণ বর্তমানে জাতীয় পরিচয়পত্র দেয়ার জন্য যে আইন ও বিধি আছে, সেখানে ফি নেয়ার কোনো সুযোগ নেই। কমিশন বিশ্লেষণ করে দেখেছে, যেহেতু নাগরিক সুবিধা হিসেবে এটা দেশের মধ্যে ফ্রি দেয়া হয়, বিদেশেও ফ্রি দেয়া উচিৎ। এই চিন্তা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে প্রবাসীদের কাছ থেকে ভোটার হিসেবে নিবন্ধনের জন্য ফি নেয়া হবে না।’ প্রবাসীদের এনআইডি সংশোধনের ক্ষেত্রে ফি নেয়া হবে কি না- সে বিষয়ে কমিশন সভায় আলোচনা ও সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন সচিব।