মোরেলগঞ্জে কুড়িয়ে পাওয়া শিশুটিকে পাঠানো হলো খুলনা বেবি হোমে

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোরেলগঞ্জে পরিত্যক্ত বাড়িতে ফেলে যাওয়া সদ্যভূমিষ্ঠ সেই শিশুটিকে খুলনা বিভাগীয় সরকারি ছোট মনি নিবাসে (বেবি হোম) হস্তান্তর করা হয়েছে। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে শিশুটিকে বেবি হোমে পাঠানো হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হান কবির বলেন, শিশুটিকে ১২দিন মোরেলগঞ্জ হাসপাতালে এক প্রসূতি মা নিজের বুকের দুধ দিয়ে লালন পালন করেন। এ পর্যন্ত শিশুটির মা-বাবার কোন সন্ধান পাওয়া যায়নি। তাকে খুলনা বেবি হোমে পাঠানো হয়েছে। শিশুটিকে দত্তক নেওয়ার জন্য শতাধিক আবেদন পড়েছে বিভিন্ন দফতরে। আগামী ৩০ নভেম্বরের পরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ শিশুটির অভিভাবক নির্ধারণ করে তার জিম্মায় দিবেন বলেও এ কর্মকর্তা জানান। উল্লেখ্য ৩০ অক্টোবর পশ্চিম সরালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের পরিত্যক্ত বাড়ির বাগানে সদ্যজাত এ শিশুটি কে বা কারা ফেলে যায়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।