যশোরে হোটেল শ্রমিকদের সমাবেশ

0

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বুধবার প্রেস কাব যশোরের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের জেলা সহ-সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন ও দফতর সম্পাদক আতিকুর রহমান জিহাদ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারিতে প্রধানমন্ত্রী ঘোষিত কর্মহীন শ্রমিকদের জন্য প্রদত্ত ৭৬০ কোটি টাকা প্রণোদনা হোটেল শ্রমিকরা মূলত পায়নি। মহামারির কারণে দেশে লাখ লাখ হোটেল শ্রমিক কাজ হারিয়ে পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করতে বাধ্য হচ্ছেন। এই অবস্থার জন্য দায়ী হচ্ছে প্রচলিত শোষণমূলক রাষ্ট্র ব্যবস্থা। তাই এই শোষণ থেকে পরিত্রাণ পেতে হলে প্রয়োজন দেশব্যাপী ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলা। নেতৃবৃন্দ করোনাকে পুঁজি করে ব্যাপক ছাটাই-নির্যাতন, মজুরি কর্তন-এর প্রতিবাদে, ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল ও কাজ, খাদ্য, চিকিৎসা ও পর্যাপ্ত রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের শ্রমিক-জনতার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি