চৌগাছায় বাস টার্মিনাল না থাকায় যত্রতত্র গাড়ি পার্কিং, ভোগান্তির শিকার জনসাধারণ

0

এম এ রহিম,চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় পৌর শহরে বাস টার্মিনাল না থাকায় যত্রতত্র গাড়ি পার্কিং বেড়েই চলেছে। ফলে সৃষ্টি হচ্ছে যানযট। ভোগান্তির শিকার হচ্ছেন মুমূর্ষু রোগী, পথচারী ও ক্রেতা। চৌগাছা শহরের ওপর দিয়ে চৌগাছা-যশোর, মহেশপুর, ঝিকরগাছা, কোটচাঁদপুর, নাভারণ,পুড়াপাড়া এবং ঢাকাসহ দেশের বিভিন্ন বড়-বড় শহরে সহ¯্রাধিক ছোট-বড় যানবাহন চলাচল করে থাকে। টার্মিনাল না থাকায় বাসগুলো শহরের সড়কের ওপর যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে। বিশেষ করে যশোরগামী বাস শহরের প্রাণ কেন্দ্র পুরাতন সোনালী ব্যাংক চত্বরে যাত্রী ওঠানো নামানো করায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। শহরের মোবাইল ফোন ব্যাবসায়ী জাহিদ হোসেন বলেন, চৌগাছা পৌর শহরে বাস টার্মিনাল না থাকায় পাকা সড়ক ও ফুটপথ দখল করে যত্রতত্র গাড়ি পার্কিং করায় প্রতিনিয়ত যানজট বেড়েই চলেছে। ভোগান্তির শিকার হচ্ছেন মুমূর্ষু রোগী, পথচারী ও ক্রেতা সাধারণ। শহরের সড়কগুলোতে ইচ্ছামত বাস, ট্রাক, পার্কিং করায় মারাত্মক যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে মানুষের স্বাভাবিক চলাফেরা করতে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। খালি বাস-ট্রাকসহ ভারী যানবাহন সড়কের দু ধারে যেখানে সেখানে রাখার কারণে এ অবস্থার সৃষ্টি হচ্ছে। এ ছাড়া ট্রাক, আলমসাধু, ভ্যান, সিএনজি, ইজিবাইক, মাইক্রোবাস,প্র্ইাভেট কার ,থ্রি-হুইলারের দখলে থাকে রাজপথ। ফলে মুমূর্ষু রোগী ও শহরে চলাচলকারী পথচারীরা যানজটে পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন। শহরের ব্যবসায়ী রায়হান উদ্দীন বলেন, যশোর স্ট্যান্ড থেকে স্বর্ণপট্টি মোড় পর্যন্ত সড়কটিতে ঢাকাগামী বিভিন্ন পরিবহন ও লোকাল বাস, ভ্যান ও ইজিবাইক সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে থাকে। ফুটপথগুলো দখল করে রাখে বাস। যার ফলে যানজটের সৃষ্টি হয়। হরহামেশায় ঘটে এ ব্যাপারে পৌর মেয়র নুর-উদ্দীন আল মামুন হিমেল বলেন, চৌগাছায় কোনো বাস টার্মিনাল নেই। যত্রতত্র সড়কের পাশে রাখা হয় বাস। পৌরসভার পক্ষ থেকে সকল যানবাহন বাস ও ট্রাক শহরের বাইরে থেকে যাত্রী ও মালামাল উঠানো-নামানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে যশোর স্ট্যান্ড, কোটচাদপুর স্ট্যান্ড, মহেশপুর স্ট্যান্ড ও ঝিকরগাছা স্ট্যান্ডে চারটি নির্দিষ্ট স্থানে সাইনবোর্ড দিয়ে ভ্যান ও ইজিবাইক স্ট্যান্ড করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এম এনামুল হক বলেন, শহরের বিশৃঙ্খলা যত্রতত্র গাড়ি পার্কিং ও ফুটপথ দখলমুক্ত করার দায়িত্ব পৌর কর্তৃপক্ষের। পৌরসভা যদি আমাদের কাছে সাহায্য চায় তা হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক মুক্ত করা হবে।