৪ মডেলের আইফোনের দেখা মিলবে অ্যাপল ইভেন্টে

    0

    লোকসমাজ ডেস্ক॥ ইভেন্টের আমন্ত্রণপত্রেই ফাইভজির গতিকে স্বাগত জানাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এবারই প্রথমবারের মতো ফাইভজি নেটওয়ার্ক সাপোর্ট করবে আইফোন; তাইতো অ্যাপল লিখেছে ‘হাই, স্পিড’।
    মঙ্গলবার অ্যাপল পার্ক থেকে প্রচারিত ইভেন্টটি দেখা যাবে অ্যাপল ডটকম ওয়েবসাইটে। ইভেন্টটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
    বিভিন্ন সূত্রে জানা গেছে, এবারের ইভেন্টে চারটি মডেলের আইফোন আনছে অ্যাপল।মডেলগুলো হচ্ছে- আইফোন ১২, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স ও আইফোন ১২ মিনি। এগুলোর দাম হবে ৬৯৯ ডলার থেকে এক হাজার ৯৯ ডলার পর্যন্ত।
    আইফোন ১২ মিনির স্ক্রিন হবে ৫.৪ ইঞ্চি। আইফোন ১২ প্রো ম্যাক্সের স্ক্রিন হবে ৬.৭ ইঞ্চি। এর আগে কখনও এতো বড় স্ক্রিনের ফোন আনেনি অ্যাপল।আইফোন ১২ মিনি বাজারে আসবে ১৩ নভেম্বর। বাকি ৩টি মডেলের বিক্রি শুরু হবে ২৩ অক্টোবর।
    আইফোনের পাশাপাশি সাশ্রয়ী দামের হোমপডেরও দেখা মিলবে ইভেন্টে। স্মার্ট স্পিকারটির দাম হবে ৯৯ ডলার। ২০১৮ সালে প্রথমবার যখন হোমপড বাজারে আসে তখন দাম ছিলো ৩৪৯ ডলার।ইভেন্টে ট্র্যাকিং ডিভাইস এয়ারট্যাগের ঘোষণা আসবে কিনা তা এখনও জানা যায়নি।