মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত : বৈরি আবহাওয়ায় জেটির অভ্যন্তরের পণ্য খালাস ও বোঝাই কাজে বিপর্যয়

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় মোংলা বন্দরসহ সুন্দরবন উপকূলীয় অঞ্চলে বৈরি আবহাওয়া বিরাজ করছে। মৌসুমী বায়ুর প্রভাবে গত কয়েক দিন ধরে থেমে থেমে হালকা-মাঝারি বৃষ্টিপাতসহ ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। এ ছাড়া গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় প্রচন্ড উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ কারণে মোংলা, চট্রগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানিয়েছে, শুক্রবার ১টি বিদেশী বাণিজ্যিক জাহাজ পণ্য খালাস শেষে বন্দর ত্যাগ করে এবং পণ্যবাহী ৩টি নতুন জাহাজ এ বন্দরে ভিড়েছে। বন্দর চ্যানেল ও বহিঃনোঙরে সার-কিংকার ও সিরামিক এবং মেশিনারিজ পণ্যসহ ১০টি বিদেশী জাহাজ অবস্থান করলেও বৈরি আবহাওয়ার কারণে বন্দরের বাণিজ্যিক এসব জাহাজ ও বন্দর জেটির অভ্যন্তরের পণ্য খালাস ও বোঝাই কাজে স্থবিরতা দেখা দিয়েছে। এ দিকে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে সুন্দরবন অঞ্চলের নদ-নদীর পানি। এতে নদী ভাঙনের পাশাপাশি মোংলার পশুর নদীর তীরবর্তী জয়মনির ঘোল, চিলা, কানাইনগরসহ আশপাশের ৫টি গ্রাম বাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। সমুদ্র উত্তাল হয়ে ওঠায় সমুদ্রগামী জেলেরা সুন্দরবনের নদী-খালসহ বিভিন্ন চরাঞ্চলে আশ্রয় নিয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলার ও নৌকাসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদফতর।