জন্মদিনে মোদিকে মার্কেল, পুতিন, ম্যারিন, অলি, রাহুল, মমতার শুভেচ্ছা

0

লোকসমাজ ডেস্ক॥ গতকাল ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন। শুধু ভারত নয়, বিদেশ থেকেও জন্মদিনের শুভেচ্ছাবার্তা পেয়েছেন মোদি। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিন থেকে শুরু করে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি-ও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু থেকে শুরু করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-ও পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তা।
জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল নিজের শুভেচ্ছাবার্তায় মোদিকে ‘প্রিয় নরেন্দ্র’ বলে উল্লেখ করে গত বছর ইন্দো-জার্মান আন্তঃপ্রশাসনিক বৈঠকের ‘মধুর স্মৃতি’র কথা উল্লেখ করেন। মার্কেলের পাঠানো শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী দপ্তরের অফিসিয়াল টুইটার থেকে শেয়ার করা হয়েছে। চ্যান্সেলর মোদীর উদ্দেশ্যে লেখেন, ‘আপনাকে ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা। বিশেষ করে এই কঠিন সময়ে আপনার স্বাস্থ্য ভালো থাক এই কামনা করি। গত কয়েক বছরে আমরা দু’জন ভারত ও জার্মানির মধ্যে ঐতিহাসিক ভালো সম্পর্ককে আরও মজবুত করে তুলেছি।’
জন্মদিনের শুভেচ্ছায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মোদির সঙ্গে তার যে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ গড়ে উঠেছে তাকে সম্মান করেন বলে জানান। ভারতকে সামাজিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত উন্নতির পথে চালনা করার জন্য মোদিকে অভিনন্দন জানান পুতিন। ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ভবিষ্যতেও মোদির সঙ্গে একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন পুতিন। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিন ভারতের প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে বলেন, ‘ভারতের সঙ্গে আরও মজবুত সম্পর্ক গড়ে তুলতে ফিনল্যান্ড আগ্রহী। অর্থনীতি, মুক্ত বাণিজ্য এবং মানবাধিকার প্রসঙ্গে আমরা একসঙ্গে কাজ করতে পারি।’ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। ভারত ও নেপালের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে দুই প্রতিবেশী রাষ্ট্রপ্রধান একসঙ্গে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। টুইটে মোদির সুস্বাস্থ্য প্রার্থনা করেছেন তিনি।
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। রাজনৈতিক রেষারেষি দূরে সরিয়ে রেখে টুইটবার্তায় রাহুল লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।’ শুভেচ্ছা জানিয়ে টুইট বার্তায় মমতা লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিনে আমার শুভেচ্ছা। আমি বছরজুড়ে তার সুস্থতা ও সাফল্য কামনা করি।’