যশোরের ঘনবসতিপূর্ণ এলাকায় কোভিড হাসপাতাল নির্মাণ বন্ধের দাবি

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের এমএসটিপি স্কুল ও কলেজ সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় কোভিড সংক্রমণ হাসপাতাল নির্মাণ বন্ধের আবেদন জানানো হয়েছে চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. আহসান কবির ও এলাকাবাসী। জেলা প্রশাসক বরাবর এক আবেদনপত্রে তারা জানান, অতিমাত্রায় ছোঁয়াছে কোভিড-১৯ চিকিৎসায় আদ্-দ্বীন হাসপাতালের পক্ষ থেকে এই হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। আবেদনপত্রে বলা হয় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাংলাদেশেও থাবা বিস্তার করে চলেছে। এই রোগ নির্ণয় ও চিকিৎসার জন্যে রেল রোডের আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ২৭ রেল রোডে একটি কোভিড-১৯ সংক্রমণ হাসপাতাল নির্মাণ শুরু করেছে। আবাসিক ও বাণিজ্যিক ঘনবসতিপূর্ণ স্থান। সাধারণত সংক্রমণ হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্র জনবহুল এলাকা থেকে একটু ফাঁকা এলাকায় করা হয়। যাতে অন্যরা এতে সংক্রমিত না হয়। সংক্রমণের ব্যাপারটি উপেক্ষা করে এই হাসপাতাল নির্মাণ করায় এলাকাবাসী ভয় ও দুঃশ্চিন্তার কারণ। ডা. আহসান কবীর ছাড়াও এলাকার ৪০ জন এতে স্বাক্ষর করেছেন। স্বাক্ষরিত আবেদনপত্রের অনুলিপি- সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন দপ্তরেও পাঠিয়েছেন তারা।