সুন্দরবনের খালে মাছ ধরার সময় তিনটি ট্রলারসহ ১৩ জেলে আটক

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বেহালা অভয়ারণ্য এলাকায় খালে মাছ ধরার সময় তিনটি ট্রলারসহ ১৩ জেলেকে আটক করেছে বনবিভাগ। রোববার ভোরে সাতক্ষীরা সহকারি রেঞ্জ কর্মকর্তা এম এ হাসানের নেতৃত্বে একটি টিম ওই অভিযান চালায়। অভিযানে ট্রলার ছাড়াও জাল ও মাছসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। আটক জেলেরা হলেন-বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের মৃত মোশারফ বাপনার ছেলে রুহুল আমিন বাপনা, হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাসান, মৃত ইউসুফ হাওলাদারের ছেলে গাওস হাওলাদার, আবুল হোসেন মোল্যার ছেলে রুহুল আমিন মোল্যা, জব্বার মোল্যার ছেলে বাপু মোল্যা, মৃত রাজ আলী মোল্যার ছেলে আলী আকবার মোল্যা, বোল্লা ব্যাপারির ছেলে তানজিম ব্যাপারি, দেলোয়ার মোল্যার ছেলে মিজানুর মোল্যা, আলমগীর হোসেনের ছেলে রবিউল হোসেন, মৃত রাজ আলী ব্যাপারির ছেলে জাকির হোসেন, মৃত বাবুল শেখের ছেলে রবিউল শেখ, মৃত দলিল ব্যাপারির ছেলে নুর আলী ব্যাপারী ও মাদারতলা গ্রামের শুকুর আলী মোল্যার ছেলে দেলোয়ার মোল্যা। সাতক্ষীরা সহকারি রেঞ্জ কর্মকর্তা এম এ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে বেহালা অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় তিনটি ট্রলার, জাল ও ৩০ কেজি মাছসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় বন নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।