চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত হাবিবেব পাশে বিএনপি নেতৃবৃন্দ

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ সন্ত্রাসী হামলায় আহত যশোর চৌগাছার পাশাপোল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ডাক্তারের পরামর্শে বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসা গ্রহণ করছেন। বুধবার খবর পেয়ে উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম আহত ছাত্রনেতার বাড়িতে যান এবং তার শয্যাপাশে বেশ কিছু সময় অতিবাহিত করেন। হাবিবুর রহমান হাবিব পাশাপোল গ্রামের সাবেক ইউপি সদস্য আমিনুর রহমানে ছেলে।
এ সময় পাশাপোল ইউনিয়ন বিএনপির আহবায়ক প্রভাষক ড. জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শামছুর রহমান ও জিয়াউর রহমান, উপজেলা যুবদলের সভাপতি ও কৃষকদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, যুবনেতা কামরুল ইসলাম মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ওয়াসিম, ছাত্রনেতা সোহেল রানা, শামীম রেজা, আল আমিন, নাজমুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ জুন সন্ধ্যায় ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব স্থানীয় পাশাপোল বাজারে একটি চায়ের দোকানে বসা ছিলেন। এ সময় একই গ্রামের মৃত আব্দুল লতিফ ওরফে ঝড়– দফাদারের ছেলে সন্ত্রাসী কামাল হোসেন তাকে ছুরিকাঘাতে জখম করে। আহত হাবিবকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ আসামি কামাল হোসেনকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।