বাগেরহাটে ডা. রকিব হত্যার প্রতিবাদে মানববন্ধন

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাট মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ও রাইসা ক্লিনিকের পরিচালক ডা. মো. আব্দুর রকিব হত্যার প্রতিবাদে মানববন্ধন ও শোক সভা করেছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার বেলা ১১ টায় বাগেরহাট সদর হাসপাতালের সামনে চিকিৎসকদের সংগঠন বিএমএ এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বাগেরহাটের স্বাস্থ্য বিভাগ, ডিপ্লোমা ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন, ম্যাটসের শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা অংশ নেন। তারা হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এছাড়াও দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে বাগেরহাট মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) কয়েক শ শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বক্তব্য দেন বাগেরহাট বিএমএ’র সভাপতি ডা. অরুণ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক ডা. মোশারফ হোসেন, বিএমএ নেতা আব্দুল মতিন আকন, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, ডা. নাঈমা ফেরদৌসী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ডিপ্লোমা ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি সৈয়দ রাকিব ও সাধারণ সম্পাদক শামীম আহসান।
মানববন্ধনে বক্তারা বলেন, বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ রকিবের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকান্ডের নিন্দা জানা”িছ। এই চিকিৎসের উপর যারা হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের হামলা আর কেউ চালাতে না পারে তার সেজন্য চিকিৎসক সমাজের জন্য নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করতে সরকারের কাছে দাবি জানান এই চিকিৎসক নেতারা। হামলাকারিদের বিচার না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। মঙ্গলবার সন্ধ্যায় ম্যাটসের অধ্যক্ষ ও রাইসা ক্লিনিকের পরিচালক চিকিৎসক আব্দুর রকিব প্রসূতির স্বজনদের হামলায় নিহত হন।