অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই যুবক আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় ঝিনাইহের মহেশপুর উপজেলার মান্দারতলা মাঠ এলাকা থেকে দু’যুবককে আটক করেছেন বিজিবি সদস্যরা। আটককৃতরা হলেন-মহেশপুরের বাঘাডাঙ্গা বাজারপাড়ার আজিজুল খলিফার ছেলে আফান খলিফা ও একই গ্রামের লুৎফর রহমানের ছেলে মনজুরুল ইসলাম হৃদয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন সোমবার বিকেলে এক ইমেইল বার্তায় এ তথ্য জানান। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।