ঝিকরগাছায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪ আটক ৫

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুরানন্দরপুর সাদ্দামপাড়া সালাম মোড়ে। স্থানীয়রা জানিয়েছেন, গত ১৫/১৬ দিন আগে পূর্বশত্রুতার জের ধরে পুরান্দরপুর সরদারপাড়ার বাসিন্দা সালাম মোড়ের চা দোকানি সুমন ও তার ছোটভাই ইমনসহ ৫/৬ জন একই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আনিছুর রহমানের ছেলে বিপ্লব হোসেনকে মারপিট করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায়ই ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। তারই জের ধরে বৃহস্পতিবার দুপুরে বিপ্লব হোসেনের চাচা একই গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে আব্দুস সালামকে ওই মোড়েই এলোপাতাড়ি মারপিট করে প্রতিপক্ষ। খবর পেয়ে বিপ্লব ও তার ভাই নাজিমসহ পরিবারের সদস্যরা সালামমোড়ে এগিয়ে যায়। এসময় সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষে ৪ জন জখম হয়েছে। তারা হলো, শাহাদৎ হোসেনের ছেলে আব্দুস সালাম, তার ভাইপো আনিছুর রহমানের ছেলে নাজিম হোসেন, এবং সুমন গ্রুপের মাহাবুবুর রহমানের ছেলে টনি (১৮), আনোয়ারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০), মৃত-সামছুল হকের ছেলে সালাম হোসেন (৫৫)। আহতদের মধ্যে নাজিম উদ্দিন ঝিকরগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত নাজিম উদ্দিনের পিতা আনিছুর রহমানসহ কয়েকজনকে আটক করেছে বলে থানার ডিউটি অফিসার এসআই রকিব উদ্দিন জানিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিন জানান, পরিকল্পিতভাবে সুমনগংরা তাদের উপর এই হামলা চালিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।