করোনা : যুক্তরাজ্যের সহায়তায় ৬০০ বুথ বসাচ্ছে ব্র্যাক

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের নমুনা পরীক্ষার পরিসর বাড়াতে সারা দেশে ৬০০ বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এসব বুথে থাকবে প্রশিক্ষিত মেডিক্যাল টেকনোলজিস্ট। প্রাথমিক লক্ষ্যমাত্রা দৈনিক ১০ হাজার নমুনা পরীক্ষা করা। দ্রুততম সময়ে জানা যাবে ফলাফল। যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এ কর্মযজ্ঞে অর্থায়ন করছে। ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন সূত্র জানিয়েছে, যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফআইডি করোনা মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে এ সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়িত হবে। বাস্তবায়নের দায়িত্ব পালন করবে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
জানা গেছে, প্রাথমিকভাবে ১০০ বুথ তৈরি করা হবে। এর মধ্যে ৪৫টি বুথ স্থাপন করা হচ্ছে ঢাকায়। বাকিগুলো নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, চট্টগ্রাম, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও মেডিক্যাল কলেজের ১৯টি স্পটে। হাসপাতালের বাইরে স্থানীয় পর্যায়েও বুথ স্থাপনের পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। তবে তা নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। ইতোমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এবং নারায়ণগঞ্জে কয়েকটি বুথ বসানো হয়েছে। প্রাথমিকভাবে ১০০ বুথের পরিকল্পনা করা হলেও পরে পরিস্থিতি অনুযায়ী এলাকা ও বুথের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেছেন, ‘এটি অবশ্যই ভালো উদ্যোগ। বর্তমানে প্রতিদিন ৬ হাজারের বেশি নমুনা পরীক্ষা হচ্ছে। ব্র্যাক বুথ বাড়ালে নমুনা সংগ্রহ বাড়বে। এক্ষেত্রে আমাদের ল্যাবের সংখ্যাও বাড়াতে হবে। এগুলো আমাদের পরিকল্পনার মধ্যে আছে।’ এদিকে, ব্রিটিশ হাইকমিশন সূত্র জানিয়েছে, ডিএফআইডির মাধ্যমে যুক্তরাজ্য সরকার কক্সবাজারে ডব্লিউএফপির কর্মকাণ্ডে আর্থিক সহায়তা দিয়ে থাকে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরো প্রায় ১০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে সংস্থাটি। এই অনুদানের মাধ্যমে ২ লাখ ৭০ হাজার ৬০০ শরণার্থীকে ইলেকট্রনিক ভাউচারের (ই-ভাউচার) আওতায় তিন মাস খাদ্য সহায়তা দেওয়া যাবে। এ কর্মসূচির মাধ্যমে শরণার্থী শিবিরে অবস্থানরত পরিবারবর্গ ২৫টি ডব্লিউএফপি-সমর্থিত দোকান থেকে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী কিনতে পারবেন।