দুই সম্পাদকের মামলা প্রত্যাহার দাবি

0

লোকসমাজ ডেস্ক॥ ওএমএস এর চাল চুরি নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় দুই সম্পাদকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বুধবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।
তিনি বলেন, গত ৯ এপ্রিল ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ওএমএস এর চাল চুরির বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ১৭ এপ্রিল বালিয়াডাঙ্গী থানায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম দুই সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন, যা সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। বিবৃতিতে বলা হয়, মামলা দিয়ে সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠরোধ করা গণতন্ত্র ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অশনি সংকেত। অবিলম্বে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের নামে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে।