হরিণাকুণ্ডুর ভবানীপুরে পানের হাটে সামাজিক দূরত্ব বজায় নেই

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ করোনাভাইরাস সংক্রমণে সরকারি নির্দেশ অমান্য করে ঝিনাইদহের হরিণাকুন্ডুর উপজেলার ভবানীপুর পানের হাটে মানুষের ঢল নামছে। সেখানে কোনরকম সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। ফলে কোনো রোগীর মাধ্যমে এই রোগ দ্রুত বিস্তারের সম্ভাবনা রয়েছে।
সূত্র মতে, প্রতিদিন সকাল থেকে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুরে এই পান হাট বসে। হাজারো মানুষের সমাগম হয়ে থাকে এই হাটে। ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বসা এই পান হাটে চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা পান কিনে ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও সিলেট জেলায় পাঠান। কিন্তু পান ক্রেতা ও বিক্রেতারা কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। সামাজিক ও ব্যক্তিগত দূরত্ব বজায় রাখার বিষয়টি উপেক্ষা করে তারা হাটের মধ্যে জটলা তৈরি করে চলেছেন। এতে করোনাভাইরাস ও সংক্রমণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ হরিণাকুন্ডু প্রশাসনের অবহেলার কারণে এই ভাবে পান হাট বসছে। বিষয়টি নিয়ে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা জানান, আমরা তো চেষ্টা করছি, কিন্তু মানুষকে তো সচেতন হতে হবে। তিনি বলেন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমি স্থানীয় চেয়ারম্যান ও পুলিশের তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। তারা চেষ্টা করে যাচ্ছেন। তিনি বলেন পান হাটে বরফ ও পানি লাগার কারণে চটজলদি হাটটি উন্মুক্ত জায়গায় স্থানান্তর করা সম্ভবও হচ্ছে না।