‘স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে ছড়াতে পারে করোনা’

0

লোকসমাজ ডেস্ক॥ শুধু হাঁচি কিংবা কাশি নয় বরং স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসেও ছড়াতে পারে করোনাভাইরাস এমনটি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-এর (এনআইএআইডি) পরিচালক অ্যান্টনি স্টিফেন ফৌসি। শুক্রবার (৩ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। ফৌসি বলেন, নতুন কিছু তথ্য যাচাই করে জানতে পেরেছি যে হাঁচি, কাশি ছাড়াও এই ভাইরাস শ্বাস-প্রশ্বাস এমনকি শুধু কথা বললেই ছড়াতে পারে। এমন পরিস্থিতিতে সকলকে মাস্ক পড়ার জন্য পরামর্শ দেন মার্কিন বিজ্ঞানী অ্যান্টনি স্টিফেন ফৌসি। করোনার প্রকোপে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের। ইতোমধ্যে দেশটিতে ২ লাখ ৭৭ হাজারের বেশি জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭ হাজার ৩৯২ জন।