করোনায় বেকার পাকিস্তানিদের জন্য ২০০ বিলিয়ন রূপির প্যাকেজ

0

লোকসমাজ ডেস্ক॥ করোনায় বিপর্যস্ত পাকিস্তান। ধুকতে থাকা অর্থনীতির মধ্যে করোনার আঘাত দেশটির জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে এমন সংকটে মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছে ইমরান খান সরকার। করোনা মোকাবেলায় এরইমধ্যে ঘোষণা করা হয়েছে জিডিপির ২.৬ শতাংশ। এরমধ্যে থেকে করোনার কারণে যারা চাকরি হারাবেন তাদের জন্য বরাদ্দ করা হয়েছে ২০০ বিলিয়ন পাকিস্তানি রুপি। এই অর্থ দিয়ে যারা সংকটকালিন সময়ে চাকরি হারিয়েছেন বা বেতন কম পেয়েছেন তাদেরকে সাহায্য করা হবে। শুক্রবার এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী ইমরান খানের অর্থসচিব হাফিজ শেখ। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি।
জানান, ইতিমধ্যে প্রাদেশিক সরকারগুলোর সঙ্গে বসে পরিকল্পনা তৈরি করা হচ্ছে। পাক সরকার নিশ্চিত করবে যাতে বরাদ্দকৃত অর্থ সত্যিকারেই যারা ভুক্তভোগি তাদের হাতে যায়।