আফ্রিদির মহতী উদ্যোগের প্রশংসা যুবরাজের কন্ঠেও

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা ভাইরাস ‍রুখতে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি নিয়েছেন এক মহতী উদ্যোগ। সঙ্কটময় মুহূর্তে নিজ দেশের সাধারণ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাবেক এই অলরাউন্ডার। নিজের প্রতিষ্ঠিত ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের’ মাধ্যমে কিছুদিন ধরে করোনা প্রতিরোধী কার্যক্রম ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করছেন তিনি। টুইটারে আফ্রিদির এমন উদ্যোগের প্রশংসা করেন ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং। এবার আফ্রিদিকে প্রশংসায় ভাসালেন আরেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং।
বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ টুইটারে আফ্রিদিকে নিয়ে লিখেছেন, ‘সময়টা সংকটপূর্ণ। এখন একে অন্যের খেয়াল রাখা উচিত। বিশেষ করে দুর্ভাগা মানুষদের।
চলুন, আমরা আমাদের দায়িত্ব পালন করি। কভিড-১৯ রুখতে শহীদ আফ্রিদির ফাউন্ডেশনের নেয়া মহতী উদ্যোগকে সমর্থন জানাচ্ছি আমি। দয়া করে এই ওয়েবসাইটে (donatekarona.com) অনুদান দিন।’
এর আগে আফ্রিদি ত্রাণ সহায়তা দিচ্ছেন এমন ছবি পোস্ট করে হরভনজন সিং নিজের টুইটার অ্যাকউন্টে লিখেন, ‘মানবতার দারুণ নিদর্শন। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন। আফ্রিদি, সৃষ্টিকর্তা তোমাকে আরও শক্তি দিন। পুরো বিশ্বের জন্য প্রার্থনা থাকল।’
রিটুইটে আফ্রিদি লেখেন, ‘মানবতা সবকিছুর ঊর্ধ্বে। তোমার এই কথাগুলোর জন্য ধন্যবাদ। পুরো বিশ্বের এখন একত্রিত হওয়ার সময় এসেছে। করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে গরিবদের পাশে দাঁড়ানো আমাদের সম্মিলিত দায়িত্ব।’
কয়েকদিন আগে নিজের ইন্সটাগ্রাম অ্যাকউন্টে ছবি কিছু ছবি পোস্ট করে আফ্রিদি লিখেছিলেন, ‘এই কঠিন সময়ে আমাদের উচিত একে অপরকে সাহায্য করা। করোনা সম্পর্কে সচেতনতামূলক বার্তা সবার কাছে পৌঁছে দেয়া। সচেতনতামূলক কার্যক্রম ও এর সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের মাধ্যমে করোনার বিপক্ষে কাজ করছি। এছাড়া বিভিন্ন জায়গায় হ্যান্ড স্যানিটাইজার বক্স বসানো হয়েছে। সচেতনতা বাড়াতে বিভিন্ন তথ্য সেখানে লিখে দেয়া হয়েছে। আমাদের ফাউন্ডেশনের মিশন ‘অপরাজিত থাকা। করোনার লক্ষণ দেখা দেয়া ব্যাক্তিদের জন্য আইসোলেশন ওয়ার্ডও খোলা হয়েছে। সাধারণ কর্মজীবি মানুষদের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করা হচ্ছে। যাতে তারা এই কঠিন সময়টা পার করতে পারে।’