করোনায় আক্রান্ত রাধিকা আপ্তে!

0

লোকসমাজ ডেস্ক॥ ভারত জুড়ে এখন করোনাভাইরাস আতঙ্ক। খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্বের মানুষ। যেভাবেই হোক করোনাকে আটকাতে হবে। আর সেই জন্যই দেশের সব মানুষকে ২১ দিনে জন্য গৃহবন্দি করা হয়েছে। সেই লিস্ট থেকে বাদ নেই তারকরাও। তবে এই লকডাউন পিরিয়ডে খুব প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া যাবে।
যেমন ডাক্তার বা খাবারের খুব প্রয়োজন হলেই একমাত্র বাইরে যাওয়া যাবে। তাও দল বেঁধে নয়। এই লকডাউন অবস্থাতেই হাসপাতালে যেতে হল রাধিকা আপ্তেকে।
কিন্তি কেন? এখন হাসপাতাল মানেই মানুষের মনে প্রথম যে প্রশ্ন আসে তা হল, করোনা নয় তো?
তবে নায়িকা ইনস্টাতে নিজের হাসপাতালে বসে থাকা একটি ছবি দিয়ে লিখেছেন, হাসপাতালে আসতে হল। তবে করোনা ভাইরাসের জন্য নয়। রেগুলার চেক আপ। হোম কোয়ারেন্টিনেই আছি।
যদিও হাসপাতালে রাধিকার ছবি দেখে ফ্যানেরা চিন্তিত হয়ে পড়েছিল। তবে রাধিকার পোস্ট পড়ে তারাও স্বস্তি পেয়েছেন।