অগ্নিঝরা মার্চ

0

মাসুদ রানা বাবু ॥ ১৯৭১ সালের ১০ মার্চ। এই দিনে দেশব্যাপী পাকিস্তান সরকারবিরোধী আন্দোলন আরও তুঙ্গে ওঠে। বাঙালির মুক্ত আকাক্সা ক্রমেই বাড়তে থাকে। সেদিন সবাই যার যার অবস্থান থেকে স্বাধীনতার প্রস্তুতি নিয়েছিল। এদিন তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা দৈনিক পাকিস্তান অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে সম্পাদকীয় প্রকাশ করে। কালবিলম্ব না করে জনগণের দাবিও মেনে নেয়ার কথা বলা হয়েছিল। ইংরেজি দৈনিক দ্যা পিপল পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টোর সমালোচনা করে সম্পাদকীয় প্রকাশ করে। সারা বাংলায় অসহযোগ আন্দোলন অব্যাহত থাকে। দেশের অর্থনৈতিক কাঠামো সচল রাখার জন্য অসহযোগ সম্পর্কিত কিছু সংশোধনী ঘোষণা করেছিলেন তাজউদ্দিন আহমেদ। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে কিছুটা ছাড় দেয়া হয়েছিল। এদিনে নিউইয়র্ক প্রবাসী পূর্ব পাকিস্তানের ছাত্ররা জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।