‘মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে’

0

আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘বঙ্গবন্ধুর অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ ব্রতকে সামনে রেখে, মাদককে না বলুন। মাদকসেবী ও মাদক ব্যবসায়ী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। অশ্রদ্ধাশীল সমাজ ব্যবস্থা চালুর জন্য একটি চক্র সমাজে কাজ করে, আমারা সেটাকে ধবংস করে অসম্প্রদায়িক সমাজ ব্যবস্থা চালু করতে চাই।’ তিনি বলেন, ‘আমাদের কোন দল নেই। সন্ত্রাসী, চাঁদাবাজ ও অহেতুক হয়রানিকারীদের আপনারা চিহ্নিত করুন। পুলিশে সোপর্দ করুন। পুলিশ আপনাদের পাশেই আছে, সকল অপকর্মকারীকে আইনের আওতায় অবশ্যই আনা হবে।’ বুধবার বিকেলে আশাশুনির শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী এক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে পুৃলিশ সুপার এসব কথা বলেন। শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের সভাপতিত্বে ও এসআই হাসানুজ্জামান হাসানের উপস্থাপনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, থানা পুলিশের ওসি আবদুস সালাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ প্রমুখ।