কলারোয়ার ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ছলিমপুর

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ার ছলিমপুরে ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ছলিমপুর ভলিবল দল। সোমবার ফাইনাল খেলায় তারা প্রতিপক্ষ দল পাথরঘাটাকে পরাজিত করে এ গৌরব অর্জন করেছে। পাথরঘাটা দল টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে। এর আগে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কেশবপুরকে ৩-০ গেমে হারিয়ে পাথরঘাটা এবং দ্বিতীয় সেমিফাইনালে ঝিকরগাছাকে ৪-১ গেমে হারিয়ে ছলিমপুর ফাইনালে উন্নীত হয়। ফাইনাল খেলায় ৩-১ গেমে পাথরঘাটা দলকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় ছলিমপুর। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন রানার্সআপ দলের শান্ত। খেলা পরিচালনা করেন সোহেল হোসেন। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ১২ হাজার এবং রানার্সআপ দলকে ৮ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়।