কবি আব্দুর রশিদের জন্মবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোটূার॥ বিশিষ্ট কবি মোহাম্মদ আব্দুর রশিদের ৯৬তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে রবিবার সমতা সরকারি প্রাথমিক বিদ্যালয় যশোরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।  আব্দুর রশিদ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এবং সমতা স্কুলের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক ফিরোজা খাতুন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যাপক মশিউল আযম, ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, আব্দুর রশিদ সাহিত্য পরিষদের উপদেষ্টা ও কবি শাহ জালাল ফন্টু, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন কবি আমিরুজ্জামান, কবি মোহাম্মদ আব্দুর রশিদের ছেলে আখতারুজ্জামান বাদশা, সমতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন নাহার, আব্দুর রশিদ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আরিফা মাহমুদা, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন গাজী শহিদুল ইসলাম।