যশোরে রফিক বাবুর্চির মৃত্যুতে দোয়া মাহফিল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে রফিক বাবুর্চির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের শেখ রাসেল চত্বর মোড়ে ডেকোরেটর বাবুর্চিরা এ আয়োজন করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন শহরের শংকরপুর চোপদারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোখলেছুর রহমান মেহেরপুরী। মাহফিলে আলোচনা করেন সতিঘাটা কামালপুর বাইতুল আকসা জামে মসজিদের ইমাম মুফতি মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মুস্তা, বাবুর্চি নেতা হান্নান শেখ হান্নু, সৈয়দ ওমর আলী ও মোস্তফা।