পৃথিবীর সবচেয়ে বড় বরফখণ্ডটি উন্মুক্ত সাগরে আসার অপেক্ষায়

0

লোকসমাজ ডেস্ক ॥ পৃথিবীর বৃহত্তম বরফখণ্ডটি উন্মুক্ত সমুদ্রে প্রবেশ করতে চলেছে। বিশ্বের জলবায়ুর জন্য অশনি সংকেত নিয়ে ২০১৭ সাল থেকে বরফাচ্ছিদত অ্যান্টার্কটিক মহাদেশে এটি গলতে শুরু করে। বিবিসি জানায়, মহাদেশটির হাজারো বছর ধরে জমাট বরফ অঞ্চল থেকে ধীরে ধীরে আলাদা হয়ে পড়েছে এ৬৮ নামে বরফখণ্ডটি। ইতিমধ্যে বরফ অঞ্চলের শেষ সীমানায় চলে এসেছে এটি। আয়তনের দিক দিয়ে ৬ হাজার বর্গকিলোমিটারের (২৩০০ বর্গমাইল) বরফখণ্ডটি এখন শুধু উন্মুক্ত সাগরে চলে আসার অপেক্ষায়। বিশাল এই বরফখণ্ডটি গত আড়াই বছরে সামান্যই গলেছে বলা যায়। তবে বিজ্ঞানীদের মতে, দক্ষিণ সাগরের রুক্ষ জলসীমায় এসে এ৬৮ তার অখণ্ডতা ধরে রাখতে চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। ব্রিটিশ ভূতত্ত্ববিদ সোয়ানসি ইউনিভার্সিটির অধ্যাপক অ্যাড্রিয়ান লুকম্যান বলেন, ‘বরফ-সমুদ্র থেকে বেরিয়ে এসে যদি এটির একটি টুকরোও দীর্ঘদিন টিকে থাকে, তাহলে আমি অবাক হব।’ আধুনিক যুগে রেকর্ড হওয়া সবচেয়ে বড় বরফখণ্ডটি ছিল বি১৫। আয়তনে ১১ হাজার বর্গকিলোমিটারের বরফখণ্ডটি ২০০০ সালে অ্যান্টার্কটিকের সবচেয়ে বড় আইচ শেলফ থেকে আলাদা হয়ে যায়। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে গলতে গলতে এটির সর্বশেষ খণ্ডটি এখন টিকে আছে, যার আয়তন মাত্র ২০০ বর্গ কিলোমিটার।