‘বিদেশি কূটনীতিকরা নিয়ম না মানলে চলে যান’

0

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিদেশি কূটনীতিকরা কোড অব কনডাক্ট না মানলে তাদের দেশে ফেরত যাওয়ার জন্য বলবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের সমাপনী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
নির্বাচনের দুই দিন আগে যুক্তরাজ্যের দূতাবাসে একটি বৈঠকের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমাদের একটি কোড অফ কনডাক্ট আছে এবং কূটনীতিকদের একটি কোড অফ কনডাক্ট আছে। আমরা আশা করি তারা সেই মতো কাজ করবেন। তাদের দায়িত্ববোধ থাকা উচিত।’ তারা কোড অফ কনডাক্ট না মানলে কী করবেন জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা মানবেন না, তাদের বলবো—আপনারা এখান থেকে চলে যান।’ আব্দুল মোমেন বলেন, ‘এটি দুঃখজনক যে বিদেশি দূতাবাসগুলো আমাদের অভ্যন্তরীণ বিষয়ে যথেষ্ট নাক গলান। নিজেদের কাজ বাদ দিয়ে নাক গলানোটা সমীচীন নয়।’ নির্বাচনে কূটনীতিকদের চলাফেরার বিষয়ে তিনি বলেন, ‘এটি নির্বাচন কমিশনের অধিকার এবং এ বিষয়টি তারাই নির্ধারণ করবেন; পররাষ্ট্র মন্ত্রণালয় নয়।’