দাবানলে মা হারানো কোয়ালা শাবকদের দুধ পান করালো শেয়াল

0

লোকসমাজ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ায় তিন মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ দাবানলে প্রায় ৫০ কোটি পশু-পাখি মারা গিয়েছে। পুড়ে গেছে ১০.৩ মিলিয়ন হেক্টর জমি। ইতিমধ্যেই ২৮ জন মারা গেছেন। বিলুপ্তপ্রায় কোয়ালার বড় একটি অংশ বাস করে অস্ট্রেলিয়ায়। দাবানলের শিকার হয়ে কয়েক হাজার ধীর গতির এই কোয়ালার মৃত্যু হয়েছে। প্রাণীগুলোর এই পরিস্থিতিতে তাদের বাঁচাতে অনেকেই এগিয়ে এসেছেন। তবে এবার এক শেয়ালকে দেখা যায় কয়েকটি কোয়ালা শাবককে দুধ পান করাতে। আদর্শ হেগড়ে নামে নামে এক ব্যক্তি টুইটারে ৩০ সেকেন্ডের ভিডিওতে এমনটাই দেখা যায়। ভিডিওতে দেখা যায়, এক মা শেয়াল শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে। একদল কোয়ালা শাবক শেয়ালটির স্তন্যপান করছে। শেয়ালটি শান্তভাবে দাঁড়িয়ে থেকে কোয়ালা শাবকদের স্তন্যপান করতে সাহায্য করেছে। হেগড়ে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, একটি শেয়াল কোয়ালা শাবকদের স্তন্যপান করতে দিচ্ছে। অস্ট্রেলিয়ার দাবানলে এই শাবকগুলি তাদের মা হারিয়েছে এবং অনেক পশুই তাদের শাবকদের হারিয়েছে। এটা একটা অসাধারণ দৃষ্টান্ত।