শিক্ষার মৌলিক উদ্দেশ্য ও লক্ষ্য থেকে শিক্ষর্থীদের বিচ্যুত হলে চলবে না : কুয়েট ভিসি

0

খুলনা ব্যুরো ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, “দেশের সাধারণ মানুষের সেবা করার মানসিকতা নিয়ে মেধার সর্বোত্তম ব্যবহার করতে হবে। তোমরা বিজ্ঞান ও প্রযুক্তির এক বিশাল ভান্ডারের উৎসমুখে হাজির হয়েছো, তোমাদেরকে শিক্ষার মৌলিক উদ্দেশ্য ও লক্ষ্য থেকে বিচ্যুত হলে চলবে না”। তিনি আরো বলেন, “এ প্রতিষ্ঠানের গ্রাজুয়েটরা বিশে^র সর্বত্র তাদের মেধার স্বাক্ষর রেখে চলেছে, তোমরা তাদের উত্তরসূরি। তোমরা প্রত্যেকে এ বিশ^বিদ্যালয়ের এক একজন প্রতিনিধি। এ বিশ^বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে তোমাদের সকলকে কাজ করতে হবে”।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা কলেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং অনুষদের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। এছাড়া বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার এবং স্বাগত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম। নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন শেখ মোহাম্মদ ইসমাইল, মেহেরিন মুকাররম মোর্শেদ এবং মুশফিক মাহমুদ ফয়সাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ইনস্টিটিউট পরিচালক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, শিক্ষক, উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিক, নবাগত ছাত্র-ছাত্রীবৃন্দ এবং তাদের অভিভাবকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে কুয়েট ভলেন্টরি ব্লাড ডোনেশন সোসাইটি “ড্রিমস্” এর উদ্যোগে ব্লাড গ্রুপিং কার্যক্রম, বিএনসিসি কার্যক্রম এবং “নো ড্রাগস, নো র‌্যাগিং, নো স্মোকিং, নো ওয়েস্ট লিটারিং” বিষয়ে শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।