তিন দিন নিখোঁজের পর ধানক্ষেতে মিললো কলেজছাত্রীর লাশ

0

সাতক্ষীরা প্রতিনিধি ॥ সাতক্ষীরার শ্যামনগরের বল্লভপুর এলাকা থেকে মরিয়ম খাতুন (২২) নামে এক কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার সকাল ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। মরিয়ম তিন দিন আগে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিহত মরিয়ম খাতুন শ্যামনগর উপজেলা সদরের পাথরঘাটা গ্রামের পানের দোকানদার আব্দুল কাদেরের মেয়ে। তিনি শ্যামনগর সরকারি মহসীন কলেজের স্নাতক শ্রেণিতে লেখাপড়া করতেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, নিহতের পরনে একটি প্যান্ট ও গেঞ্জি ছিল। এছাড়া তার ব্যবহৃত ওড়না গলায় পেঁচানো ছিল। নিহতের বাবা আব্দুল কাদের জানান, ‘মঙ্গলবার বিকালে মরিয়ম লচিপুর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাতে সে আর বাসায় ফেরেনি। এরপর থেকে তারে কোনও খোঁজ মিলছিল না।’ তাকে কারা, কীভাবে, কেন তাকে হত্যা করেছে সে সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনও তথ্য দিতে পারেনি। তবে বিষয়টি যে হত্যাকাণ্ডই তা প্রাথমিকভাবে তারা নিশ্চিত করেছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ বিলের মধ্যে থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তিনদিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। মরদেহ উদ্ধারের সময় তার গলায় ফাঁস লাগানো ছিল। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পঠানোর প্রস্তুতি নিচ্ছে।’