আমরা জানি না কোন দেশে যাব, কাদের বিপক্ষে খেলব: বিশ্বকাপ নিয়ে লিটন

0
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিশ্বকাপ নিয়ে নিজের উদ্বেগের কথা জানাচ্ছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক॥ টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর দোরগোড়ায়, অথচ বাংলাদেশ দল এখনো জানে না তাদের গন্তব্য কোথায়। আজ সোমবার মিরপুরে বিপিএলের এলিমিনেটর ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে এসে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এই চরম অনিশ্চয়তার কথা তুলে ধরেন। ভারতের মাটিতে খেলতে যাওয়া নিয়ে বিসিবি ও আইসিসির রশি টানাটানির মধ্যে অধিনায়ক নিজেও অন্ধকারে রয়েছেন বলে জানান।

লিটন দাস আক্ষেপের সুরে বলেন, “বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জন সদস্য এখনো জানে না আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব। যদি আমরা জানতাম আমাদের গ্রুপে কে আছে বা ভেন্যু কোথায়, তবে সেটি মানসিক প্রস্তুতির জন্য সাহায্য করত। অধিনায়ক হিসেবে আমি যেমন অনিশ্চয়তায় আছি, আমার মনে হয় পুরো দেশই এখন একই অবস্থায় আছে।” আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর ভারতের ভেন্যু নিয়ে বিসিবির অনড় অবস্থানের বিষয়ে মন্তব্য করতে না চাইলেও, লিটন স্বীকার করেন যে বর্তমান পরিস্থিতি মোটেও আদর্শ নয়।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিপিএলকে দেখা হলেও মিরপুরের উইকেট নিয়ে কড়া সমালোচনা করেন রংপুর রাইডার্সের এই অধিনায়ক। সিলেট টাইটানসের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ১১১ রান উঠায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “টি-টোয়েন্টির জন্য এটি আদর্শ উইকেট নয়। প্লে-অফের ম্যাচে আমরা আরও ভালো উইকেট আশা করেছিলাম।” অনিশ্চয়তার মেঘ না কাটলে মাঠের বাইরের এই অস্থিরতা বিশ্বকাপের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।