বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান!

0
বিশ্বকাপ ভেন্যু জটে নতুন মোড়; বাংলাদেশের পাশে পাকিস্তান, অনড় অবস্থানে বিসিবি ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক॥ নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বিসিবির অসম্মতি এবার নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশের সমর্থনে পাকিস্তানও বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে বলে জানা গেছে। শনিবার আইসিসি প্রতিনিধিদের সাথে দীর্ঘ বৈঠকেও ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি। তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জোরালো দাবি জানিয়েছে।

ঢাকা-ইসলামাবাদ কূটনৈতিক যোগাযোগ: বিশ্বকাপ ভেন্যু নিয়ে বাংলাদেশের অনড় অবস্থানের পর এবার পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সরকার ইসলামাবাদের সাথে যোগাযোগ করেছে এবং ইতিবাচক সাড়া পেয়েছে। সূত্র জানায়, বাংলাদেশের ভেন্যু সমস্যার সমাধান না হলে পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। এই জোটবদ্ধ অবস্থান আইসিসির ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

আইসিসি-বিসিবি হাইভোল্টেজ বৈঠক: ভেন্যু জটিলতা নিরসনে শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। মিরপুরে বিসিবি কর্মকর্তাদের সাথে তাঁর দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। ভিসা জটিলতায় সরাসরি উপস্থিত হতে না পারলেও অনলাইনে যুক্ত ছিলেন ইভেন্টস বিভাগের জিএম গৌরব সাক্সেনা। বৈঠকে বিসিবি আবারও সাফ জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দলের ক্রিকেটার, সমর্থক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে তারা ভারতে যেতে চায় না।

শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের প্রস্তাব: বৈঠক শেষে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছে। এক্ষেত্রে ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়টিও বিকল্প সমাধান হিসেবে আলোচনায় আসে। বিসিবি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ রয়েছে যা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

অমীমাংসিত সংকট ও ভবিষ্যৎ: আইসিসি প্রতিনিধিদের সাথে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। একদিকে আয়ারল্যান্ড তাদের গ্রুপ বদলাতে নারাজ, অন্যদিকে বিসিবি ভারত না যাওয়ার সিদ্ধান্তে অটল। পাকিস্তানও বাংলাদেশের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়ায় পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। আইসিসি এই সংকট নিরসনে কোনো ‘হাইব্রিড মডেল’ বা বিকল্প ভেন্যুর ঘোষণা দেয় কি না, এখন সেটিই দেখার বিষয়।