সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত

0

লোকসমাজ ডেস্ক॥ বিদ্যমান সংবিধান সংস্কারে গঠিত কমিশনের প্রথম সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় এ সভা হয়েছে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সভায় কমিশনের কর্মপরিধি ও কার্যপদ্ধতি বিষয়ে আলোচনা করা হয়। কমিশনের সঙ্গে যোগাযোগের জন্যে খুব শিগগিরই একটি ই-মেইল অ্যাকাউন্ট এবং দ্রুত একটি ওয়েবসাইট চালুর সিদ্ধান্তও আসে সভায়।
আগামী ২১ অক্টোবর ঢাকায় কমিশন কার্যালয়ে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মুসতাইন বিল্লাহ ও মাহফুজ আলম। কমিশনের আরেক সদস্য শরীফ ভুইয়া ভ্রমণে থাকায় সভায় অংশ নেননি।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠনের কথা বরেন। শুরুতে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল আইনজীবী শাহদীন মালিককে।
পরে ১৮ সেপ্টেম্বর অধ্যাপক আলী রীয়াজকে কমিশনের প্রধান হিসেবে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর ৭ অক্টোবর ৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়।