বুধবারও যশোর শহর ছিলো পুলিশ শূন্য ট্রাফিকের দায়িত্ব পালনে শিক্ষার্থীরা

0

স্টাফ রিপোর্টার ॥ শেখ হাসিনা সরকারের পতনের তৃতীয় দিন বুধবারও যশোর শহর ছিলো পুলিশ শূন্য। ১১ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালনের কারণে তাদেরকে কোথাও দেখা যায়নি। তবে বুধবারও শহরের বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা কাজ করেছেন।
সকাল থেকেই পুলিশ শূন্য শহরে ট্রাফিকের দায়িত্ব পালন শুরু করেন শিক্ষার্থীরা। পালাক্রমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের দড়াটানা, চৌরাস্তা, সিভিল কোর্ট মোড় এবং গরীব শাহ রোডের মোড়সহ ছেলে মেয়ে শিক্ষার্থীরা লাঠি হাতে ট্রাফিকের দায়িত্ব পালন করেন। অনভিজ্ঞ শিক্ষার্থীরা রিকশা, ইজিবাইক এবং মোটরসাইকেলচালককে সঠিক লাইনে চলাচলের নির্দেশনা দেন। কাজ করতে গিয়ে তাদেরকে হিমশিম খেতে হয়েছে। আবার কারো কারো রূঢ় আচরণের কারণে লোকজনকে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
এদিকে শহর যেমন পুলিশ শূন্য ছিলো তেমন বুধবার আদালতেও তাদেরকে দেখা যায়নি। আদালতের জিআরও শাখা (পুলিশ যেখানে আদালত সংক্রান্ত বিষয়ে কাজ করে) বন্ধ ছিলো।