মনিরামপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ জনের মনোনয়নপত্র জমা

0

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ আগামী ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদের নির্বাচনে যশোরের মনিরামপুরে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার শেষ দিনে এসব প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ^াসের নিকট মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ^াস জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, জেলা যুবমহিলা লীগের সহসভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান নাজমা খানম এবং উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক ফজলুল হক। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা যুবলীগ নেতা মঞ্জুর আক্তার, সাবেক ছাত্রলীগ নেতা সন্দীপ ঘোষ, খেদাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম আব্দুল হক, সাবেক ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম, ফরহাদ হোসেন ও উপজেলা জামায়াতের আমির নিয়াকত আলী। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, সাবেক উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আমেনা বেগম, পৌর যুব মহিলালীগের সভাপতি সুরাইয়া আক্তার ডেইজি, উপজেলা যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক মাজেদা খাতুন, মাহবুবা ফেরদৌস পাপিয়া, জেসমিন আক্তার ও জামায়াত সমর্থিত মোছা. গুলবদন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল, আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রত্যাহার ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও ভোট গ্রহণ অনষ্ঠিত হবে ৮ মে।