যশোরে ছয়দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত শতাধিক, চুয়াডাঙ্গায় পাঁচ দিনে নিহত ৪

0

বিএম আসাদ॥ গত ৬ দিনে যশোরে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলের সংঘর্ষে অথবা নিয়ন্ত্রণ হারিয়ে।
যশোর ২৫০ শয্যা হাসপাতাল সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল ঈদের দিন বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের রাকীবুল ইসলাম রাব্বী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বিকেলে মোটরসাইকেলে ঘুরতে বের হলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হন। সন্ধ্যা ৬টার দিকে ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাকীবুল ইসলাম বাজুয়াডাঙ্গা গ্রামের সোহরাব হোসেনের পুত্র। একই দিন সন্ধ্যায় ঝুমঝুমপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন বৃদ্ধ মকবুল হোসেন (৮০)। হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মকবুল হোসেনের বাড়ি সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে। ঈদুল ফিতরের দিন এ দু’জন ছাড়াও ঈদের আগে ও পরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো ৮ জন।
সূত্র জানিয়েছেন, ঈদের পরেরদিন ১২ এপ্রিল শহরতলীর চাঁচড়া বাজার মোড়ে যাত্রীবাহী বেপরোয়া বাসের ধাক্কায় হাসান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাস্তা পার হওয়ার সময় তিনি আহত হন। হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিন রাত সাড়ে ১১টার দিকে অভয়নগর উপজেলার শিবনগর গ্রামে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছেন শাফিনুর হাসান (৪০)। তার বাড়ি অভয়নগরের শংকরপাশা গ্রামে। এ দুর্ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। ১৩ এপ্রিল রাতে যশোর শহরের বকচর এল মার্কেটের সামনে আহত হয়েছেন কামাল হোসেন (৮০)। মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে ১০ এপ্রিল সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মনিরামপুরের জোকা গ্রামের মোকছেদ আলীর স্ত্রী জয়গুন খাতুন (৬০), চাঁচড়া মনসাতলা এলাকার আব্দুল গফফার (৪৫), বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের বাসচালক আবু জাফর (৪০), ৯ এপ্রিল যশোর-নড়াইল সড়কের রোস্তমপুরে প্রাইভেটকার ও ট্রাকের ধাক্কায় নিহত হন শহরের বেজপাড়া এলাকার ওবাইদুল ইসলামের স্ত্রী কামরুনাহার (৭০)। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। তারা ঢাকা থেকে প্রাইভেটকারযোগে যশোরে আসার পথে বিপরীত মুখে ট্রাকের সাথে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুন্নাহার ওমরাহ হজ পালন করে বাড়ি ফিরছিলেন।
তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) থেকে জানান, ঝিকরগাছা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র হাফেজ সাহাবীর রহমান শুভ (২২) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত বুধবার (১০ এপ্রিল) সকালে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের আটলিয়া গ্রামে। নিহত সাহাবীর রহমান শুভ ওই গ্রামের আজগর আলীর ছেলে ও ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার অলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।
গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুজ্জামান খান সোহেল জানিয়েছেন, এদিন সকালে শুভ তার বড়ভাই যুবদল নেতা ইমরান হোসেনের মোটরসাইকেল নিয়ে ছুটিপুর বাজারে যাচ্ছিল। গুলবাগপুর মডেল স্কুলের সামনে পৌঁছালে অসাবধনতাবশত রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা লাগে। এতে হাফেজ সাহাবীর রহমান শুভ ঘটনাস্থলেই নিহত হয়।
সূত্র জানিয়েছেন, এ সময়ে এক’শ জনের বেশি আহত হয়েছে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে অর্থো-সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৮১ জন। মহিলা ওয়ার্ডে ১৯ জন। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন অনেকে। অধিকাংশ আহত হয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ফিরোজ মাহমুদ জানিয়েছেন, প্রায় সবাই মোটরসাইকেল দুর্ঘটনায় আহত। এতো বেশি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়াটা উদ্বেগজনক। উঠতি বয়সী যুবকরা সক্ষমতার চাইতে ভারী ওজনের মোটরসাইকেল ব্যবহার করছে। তাও বেপরোয়া গতিতে। এভাবে বেপরোয়া চলাচলে দুর্ঘটনা বৃদ্ধির কারণ বলে ওই চিকিৎসক মনে করেন।
এছাড়া রিফাত রহমান, চুয়াডাঙ্গা থেকে জানান, চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও আহত হয়েছেন ৫ জন। নিহতরা হলেন-ঝিনাইদহ জেলার খালিদ হোসেন (১৮), তামিম হোসেন (১৮), চুয়াডাঙ্গার শামীম হোসেন (১৭) ও ইখতার ম-ল (৭০)।
গত রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে নসিমনের ধাক্কায় ইখতার ম-ল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এদিন সকাল ৬টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারলক্ষীপুর গ্রামীণ সড়কে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা মেরে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক ঝিনাইদহ জেলার বুড়াই এনায়েতপুর গ্রামের সেন্টু হোসেনের ছেলে খালিদ হোসেন (১৮) ও একই গ্রামের আরিফ হোসেনের ছেলে তামিম হোসেন (১৮)। আহত হয় চুয়াডাঙ্গা সদর উপজেলা সিন্দুরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে সজিব হোসেন (১৮)।
এদিকে, সোমবার বেলা ১১ টায় সদর উপজেলার আকুন্দবাড়ীয়া-জীবননগর সড়কের সিংনগর গ্রামের মাঝামাঝি স্থানে দুটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপা নামে এক কলেজছাত্রীসহ আহত হয় ৪জন। অপর দিকে, গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে ডিহিকেষ্টপুর ফার্মের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খেজুর গাছের সঙ্গে ধাক্কা মেরে শামীম হোসেন (১৭) নিহত হন।
সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরা জানান, দুর্ঘটনায় নিহতদের লাশের দাফন কাজ সম্পন্ন করার জন্য তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।