উগান্ডার স্কুলে সন্ত্রাসী হামলায় নিহত ৪০

0

লোকসমাজ ডেস্ক ।। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সীমান্তের কাছাকাছি অবস্থিত উগান্ডার পশ্চিমাঞ্চলে একটি স্কুলে সন্ত্রাসী হামলায় ৪০জন নিহত হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
পুলিশের ধারণা আইএসআইএলের সাথে যুক্ত সশস্ত্র জঙ্গি গোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এক টুইটার বার্তায় উগান্ডার পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে পশ্চিম উগান্ডার এমপন্ডওয়ের লুবিরিরা মাধ্যমিক বিদ্যালয়ে একটি ছাত্রাবাসে হামলা চালায় সন্ত্রাসীরা। তারা সে সময় ছাত্রাবাস পুড়িয়ে দেয় এবং খাবার লুট করে নিয়ে যায়।
বার্তায় আরও জানানো হয়, এখন পর্যন্ত ৪০টি মৃতদেহ স্কুল থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও গুরুত্বর আহত অবস্থায় আটজনকে উদ্ধার করা হয়েছে যারা বয়েরা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
পুলিশ আরও জানায়, অফিসাররা হামলাকারীদের ধাওয়া করেছিলো, পড়ে সন্ত্রাসীরা কঙ্গোর দিকে বিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে পালিয়ে গিয়েছিল। তবে হতাহতদের মধ্যে কতজন শিক্ষার্থী রয়েছে তা কর্তৃপক্ষ নির্দিষ্ট করে জানায়নি।