নড়াইলে জামায়াতে ইসলামীর ১১ নেতা-কর্মী গ্রেফতার

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে নাশকতা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ নেতা-কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার দিনগত রাতে সদর থানার বিজয়পুর গ্রামের হাসমত ফকিরের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটক হওয়া  নেতা কর্মীরা হলেন-নড়াইল পৌরসভা এলাকার বিজয়পুর গ্রামের হাসমত ফকির (৪২), আব্দুল হান্নান (৫২), ওমর ফারুক মোল্যা (৫৩), আলি আজম শেখ (৪৮) ও আরমান হুসাইন (৩৭), ভওয়াখালী গ্রামের হেমায়েতুল হক ওরফে হিমু মল্লিক (৫৫), আলাদাতপুর গ্রামের ফরহাদ হোসেন (৪২) ও মশিউর রহমান (৪১), উজিরপুর গ্রামের আব্দুল মান্নান (৫২), হাটবড়িয়া গ্রামের জালাল উদ্দিন (৫৬) এবং বিজয়পুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব রহমত উল্লাহ (৩২)।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, আমরা জানতে পারি গত বছরের ২৪ ডিসেম্বরের নাশকতা মামলার সঙ্গে সংশ্লিষ্ট জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা-কর্মী গোপন বৈঠক করছেন। সোমবার দিনগত রাতে বিজয়পুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।